Vastu Tips: বাড়িতে নিত্যনতুন অশান্তি, অসুস্থতা লেগেই রয়েছে? বাস্তুদোষ কাটিয়ে উঠুন এই উপায়ে
বাড়ির প্রবেশ পথ পরিষ্কার রাখুন। বাড়ির প্রধান দরজাটিকে কোনওভাবেই যেন ভাঙাচোরা না হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদাম্পত্য জীবনের অশান্তি দূর করতে দম্পতির ঘরে লাল বা গোলাপী রঙের ছবি লাগান। এই রঙের ছবি শেষ শুভ। ছাতার তলায় দাঁড়িয়ে রয়েছে এমন যুগলের শো-পিশও রাখতে পারে
বাস্তু দোষ কাটাতে ব্যবহার করুন শিউলি ফুল। এই ফুলের সুন্দর গন্ধ ঘরের সকল নেগেটিভিটি এনার্জি দূর করবে। নাইট কুইন ফ্লাওয়ার রাখলে আর্থিক বৃদ্ধি ঘটে বলেই মত। এছাড়াও বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় হলুদ ফুল রাখার পরামর্শ দেন অনেকেই। এতে শারীরিক সুস্থতা বজায় থাকে বলেই মত।
বালিশের নীচে ঘড়ি নিয়ে ঘুমাবেন না। এতে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে। ঘড়ি থেকে নির্গত ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ মনে খারাপ প্রভাব ফেলে।
image 4ঘর-বাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন। এতে নেতিবাচক প্রভাব এড়ানো যায়। মন ভাল থাকে। অশুভ শক্তিও প্রভাব কাটিয়ে ওঠা সহজ হয়।
ঘরের নেতিবাচকতা দূর করতে দু-বেলা কর্পূর জ্বালান। এ ছাড়া ঘরে কাঁটা জাতীয় গাছ না রাখারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
টাকার ব্যাগে ছেঁড়া পুরনো বিল, ব্লক হওয়া পুরনো কার্ড ইত্যাদি রাখবেন না। এতে আর্থিক উন্নতিতে বাঁধার সৃষ্টি হয়।
বাস্তু অনুযায়ী বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখুন। বিশেষজ্ঞরা বলেন তুলসী গাছ লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। নিয়ম মেনে তুলসী পুজো করলে আর্থিক সমাগম হয় বলেও মনে করা হয়।
বাড়ির দক্ষিণ-পূর্ব স্থানে বাথরুম বা জলের জায়গা রাখবেন না। এতে নেতিবাচক প্রভাব পড়ে। যদি এই দিকগুলোয় জলের জায়গা বা বাথরুম থাকে, সেক্ষেত্রে সূর্যের ছবি লাগিয়ে রাখুন।
ঘরের মাঝখানের অংশটিকে ব্রহ্মস্থান বলা হয়। তাই বাড়ির মাঝের অংশটিকে সবসময় ফাঁকা ও পরিস্কার রাখার চেষ্টা করুন। (ডিসক্লেইমার: কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -