Daily Astro:অফিসে অশান্তির আশঙ্কা কাদের? মা-বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কোন রাশির জাতকদের? কী বলছে রাশিফল?
কর্মক্ষেত্রে যে কোনও কাজে এগোনোর কাজে নিজের ভাবমূর্তির বিষয়টি মাথায় রাখা দরকার। কাজে উন্নতি করতে হলে পরিচ্ছন্ন ভাবমূর্তি অত্যন্ত জরুরি। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটার কথা। হাতে থাকা কাজ শেষ করতে পারবেন। ফলে ব্যবসায় অগ্রগতি সম্ভব হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ কোনও কারণে বিপুল খরচের সম্ভাবনা থাকছে। কাজেই সতর্ক থাকুন। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে স্বাস্থ্য়ের দিকে বাড়তি খেয়াল রাখার দরকার রয়েছে। কিছু নিয়ে চিন্তিত থাকলে আজ তার সমাধান পেতে পারেন।
এই রাশির জাতকদের মধ্যে যাঁরা নতুন চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের নতুন সহকর্মীদের সঙ্গে মানিয়ে নেওয়ায় কিছু সমস্যা হতে পারে। তবে ধৈর্য ধরে রাখতে পারলে ধীরে ধীরে সমস্যা মিটে যাবে। ব্যবসায়ীদের সমস্ত রকম বিরোধিতা সমূলে নিকেশ করার পরিস্থিতি আসতে পারে।
কর্মসূত্রে যাঁরাপরিবারের থেকে দূরে রয়েছেন, তাঁদের আজ বাড়ি ফেরার সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের কাছে এটি দুরন্ত উপহার হতে পারে। যদি মনে করেন, কোনও অসুস্থতা রয়েছে, তা হলে নিয়মিত চেক আপ করানো দরকার। না হলে অসুস্থতা বাড়ার আশঙ্কা থেকে যেতে পারে।
বাড়িতে হঠাৎ করে কোনও অতিথি চলে আসতে পারেন। ফলে বাড়ির মহিলা সদস্যদের উপর কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে আজ। খরচও বাড়ার আশঙ্কা থাকছে। হার্ট সংক্রান্ত কোনও অসুস্থতা থাকলে ভাজাভুজি এড়িয়ে চলুন। হালকা ও পুষ্টিকর খাবারই বাঞ্ছনীয়।
সংবাদমাধ্যমে যাঁরা কাজ করছেন, তাঁরা কোনও বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে খবর করার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো সময়, তবে নতুন কোনও ব্যবসা শুরু করলে সতর্ক থাকা জরুরি। আলস্যে সময় নষ্ট করা যাবে না।
বাড়িতে কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হলে নিজেকে সেই সময় সংযত রাখার চেষ্টা করুন। না হলে নিজের আগ্রাসী মনোভাবের জন্য অপমানিত হতে পারেন।
অফিসে কাজ করার সময় কিছুটা অশান্ত লাগতে পারে। এমন সব ক্ষেত্রে কিছুটা বিরতি নিন, রিল্যাক্স করুন। তার পর আবার কাজ শুরু করুন। পরিবহণ ব্যবসায় যাঁরা জড়িত রয়েছেন, তাঁরা ভাল করে পরিকল্পনা করে এগোতে পারলে ভাল। স্বাস্থ্যের কথা বলতে গেলে, বাড়িতে মশার বাড়বৃদ্ধি হতে দেবেন না। না হলে ডেঙ্গি, ম্যালেরিয়ার আশঙ্কা থাকছে।
কর্মক্ষেত্রে অধস্তনদের কাজের দায়িত্ব বুঝিয়ে বলুন। অল্পবয়সিদের অর্থাগমের সম্ভাবনা রয়েছে। এতে তাঁদের উন্নতির পথ সুগম হবে। মরশুমি অসুস্থতা থেকে সাবধান। সঙ্গী ও সন্তান আপনার সম্পর্কে যা অনুভব করেন, সেই অনুভূতিকে সম্মান করুন।
একটার পর একটা কাজ যদি সেরে ফেলতে পারে, তা হলে একসময়ে সব কাজের ভারই নেমে যাবে। আলো এবং বৈদ্যুতিন পণ্যের ব্যবসায় জড়িতদের আজ লাভের সম্ভাবনা রয়েছে। পড়ুয়া এবং অল্পবয়সিরা কোনও ব্যর্থতায় ঘাবড়ে যাবেন না।
মরশুমি অসুস্থতা থেকে সাবধান থাকুন। আগাম সতর্কতা নিতে পারলে ভাল, না হলে ভোগান্তি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষা সমস্যা তৈরি করতে পারে। তাই সতর্ক থাকা দরকার।
অফিসে মিটিংয়ে কোনও পরামর্শ নিলে আপনি কোনও পরামর্শ দিলে বসের বেশ পছন্দ হতে পারে। আপনার প্রোমোশনও হতে পারে। ব্যবসায় কোনও সমস্যা থাকলে আজ তার সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বাবা-মার স্বাস্থ্যের দিকে বিশেষ ভাবে নজর দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -