Lakshmi Narayana Yoga In July : কবে তৈরি হবে গজলক্ষ্মী রাজ-যোগ? মা লক্ষ্মীর কৃপায় ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ধনদৌলত
গজলক্ষ্মী রাজযোগ বহু মানুষের জন্য সৌভাগ্যের সূচক। ১২ রাশির উপরই কিছু না কিছু প্রভাব পড়ে। তবে কয়েকটি রাশির জন্য শুধুমাত্র সুখবর নিয়ে আসতে চলেছে জুলাই মাসের গজলক্ষ্মী রাজযোগ ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধ কর্কট রাশিতে প্রবেশ করে ফেলেছে। আর আগামী রবিবার শুক্রও একই রাশিতে প্রবেশ করবে। এই দুই গ্রহের রাশি পরিবর্তনের ফলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে।
জ্যোতিষশাস্ত্র মতে বুধ ও শুক্রের মিলনে সৃষ্ট হবে লক্ষ্মী নারায়ণ যোগ। এর প্রভাব হবে রাজযোগের মতো। বিশ্বাস করা হয়, এই যোগে একাধারে যেমন অর্থনৈতিক উন্নতি হয়, তেমনই জ্ঞানের উন্মেষ হয়।
বুধ উচ্চ অবস্থানে থাকলে বাগ্মী ব্যক্তিরা উন্নতি সাধন করেন। অন্যদিকে শুক্র হল সুখের দাতা। দুইয়ের মিলিত ফলে একজন মানুষের সার্বিক বিকাশ ঘটে ।
লক্ষ্মী নারায়ণ যোগে,ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ মেলে একসঙ্গে । জুলাইয়ে ৩ রাশিচক্রের উপর লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব থাকবে সবথেকে বেশি।
লক্ষ্মী নারায়ণ যোগ কর্কট রাশির জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। অনেক দিনের ঋণ থেকে মুক্তি পেতে পারেন। নতুন কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে। জীবনে সুখ ও সমৃদ্ধি উভয়ই বৃদ্ধি পাবে।
কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা বেশ শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাবের কারণে কন্যা রাশির জাতকরা সুখী ও শান্তিময় জীবনযাপন করবে। সামাজিক প্রতিপত্তি বাড়বে। ব্যবসায় বিনিয়োগ থেকে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব ভোগ করবে। চাকরি, ব্যবসা ও বিনিয়োগ থেকে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। ভাল বেতন পেতে পারেন বেসরকারি চাকরিতে নিযুক্ত ব্যক্তিরা ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -