Maha Shivratri 2023: শিবরাত্রিতে শনি-সূর্য-মঙ্গলের ত্রিকোণ যোগ, কোন রাশিতে কী প্রভাব পড়বে?
শিবরাত্রির আরাধনা করে গোটা দেশ। শিবরাত্রির এই দিনটিতে বহু মানুষ অপেক্ষা করেন ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য। সারারাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা। শিব ভক্তদের কাছে মহা শিবরাত্রির দিনটি কোনো উৎসবের চেয়ে কম নয়। বিশ্বাস করা হয় যে, এই দিনে বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাবও হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ১৭ জানুয়ারি, ন্যায়- বিচারের দেবতা শনি, কুম্ভ রাশিতে গমন করে। ১৩ ফেব্রুয়ারি, গ্রহের রাজা সূর্য এই রাশিতে প্রবেশ করতে চলেছেন। ১৮ ফেব্রুয়ারি, শনি এবং সূর্য ছাড়াও, চন্দ্রও কুম্ভ রাশিতে বসবে।
ফলে কুম্ভ রাশিতে শনি, সূর্য ও চন্দ্র একসঙ্গে ত্রিগ্রহী যোগ গঠন করবে। মহাশিবরাত্রিতে এই তিনটি গ্রহের মিলন বিরল, তবে কিছু রাশিচক্রের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে।
এবছর মহাশিবরাত্রি পালিত হবে ১৮ ফেব্রুয়ারি, শনিবার। জ্যোতিষীরা বলছেন, ২০২৩ সালের শিবরাত্রি উৎসব খুব বিশেষ হতে চলেছে। কারণ তৈরি হবে এক অপূর্ব ত্রিগ্রহী যোগ ।
মকর চন্দ্রের উপস্থিতিতে, এবার শিবরাত্রির মহা উৎসব হবে। বিশেষ বিষয় হল ত্রিকোণ যোগে সূর্য, শনি, মঙ্গল কেন্দ্রে মহাশিবরাত্রি পালিত হবে। এই ধরণের কাকতালীয় ঘটনা মহারাত্রিতে তিন শতাব্দীতে একবার বা দুবার ঘটে, তাই এই দিনে করা শিব পূজা ভক্তদের পছন্দসই ফল দেয় বলে বিশ্বাস করা হয়।
শিবরাত্রি তাই খুব গুরুত্বপূর্ণ হিন্দুধর্মশাস্ত্রে। শিবরাত্রির দিনে চার প্রহরে পুজো করার নিয়মও রয়েছে। দেশের এক এক স্থানে শিবের এক এক রূপেরও পুজো হয় এদিন। মহাকালেশ্বরে যেমন নবরাত্রি পালন শেষে শিবরাত্রির উদযাপন হয়।
পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ১৮ ফেব্রুয়ারি ২০২৩-এ রাত ৮.০২ মিনিটে শুরু হচ্ছে এবং পরের দিন ১৯ ফেব্রুয়ারি ২০২৩-এ বিকেল ০৪.৪৮-এ শেষ হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -