Mamata Banerjee: হাঁটতে হাঁটতে জনসংযোগ, কোলে নিলেন খুদেদের, পাহাড়ে শিশুদিবস পালন মমতার
হাঁটতে হাঁটতেই সারলেন জনসংয়োগ। কখনও কোলে তুলে নিলেন পাহাড়ি শিশুকে। শুনলের রাস্তার পাশে দাঁড়ানো সাধারণ মানুষের অভাব-অভিযোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবার থেকে শুরু হয় মুখ্যমন্ত্রীর পাহাড় সফর। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়ে ওঠার রাস্তায় মানুষের আব্দারে বার বার থমকেছে কনভয়।
মঙ্গলবার পাহাড় সফরের দ্বিতীয় দিনে জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন।
পাহাড়ে এখন শীতের আমেজ। শীত মানেই তো মেলা। বুধবার ম্যালে সরস মেলা ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এতদিন শিলিগুড়িতে হত এই মেলা। এবার প্রথম হল পাহাড়ে।
এরই মধ্যে বুধবার মুখ্যমন্ত্রী হাঁটতে যান চিড়িয়াখানার রাস্তায়। কর্তৃপক্ষ আর্জি জানান, চারটি সদ্যোদাত রেড পাণ্ডা ও ২টি তুষার চিতার নামকরণের জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় তুষার চিতার নাম দেন চার্মিং ও ডার্লিং। রেড পান্ডাগুলির নাম হয় পাহাড়িয়া, ভিক্ট্রি, হিলি ও ড্রিম।
বৃহস্পতিবার শিশুদিবসে অনেকটা সময় ছোটদের সঙ্গে কাটান মুখ্যমন্ত্রী। উপহার দেন চটোলেট। মুখ্যমন্ত্রী হিসেবে ম্যালে প্রথম শিশুদিবস পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৩ রাত ৪ দিনের পাহাড় সফর শেষ করে এদিন তিনি নেমে আসেন শিলিগুড়িতে। আজ বিকেলে ফিরবেন কলকাতায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -