ভাগ্য সুপ্রসন্ন কাদের আজ ? লাভের মুখ দেখবেন কারা ? কারা করবেন বাজিমাত ? মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন
মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য প্রসন্ন থাকবে সোমবার। কোনও বিষয় টেনশন থাকলে তা দূর হবে। পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাবেন। পরিবারে নতুন কোনও অতিথি আসার কারণে পরিবেশে মিষ্টত্ব আরও বাড়বে। আপনার উন্নতির নতুন রাস্তা খুলবে। খুশি থাকবে মন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ রাশির জাতক-জাতিকাদের বুঝেশুনে কাজ করা উচিত সোমবার। তাতেই ভাল হবে। সঙ্গীর সঙ্গে রোমান্টিক ডেটে যেতে পারেন। পারিবারিক জীবনে বুঝেশুনে এগোতে হবে। বজায় রাখতে হবে ভারসাম্য। পরিবারের কোনও সদস্য চাকরি সূত্রে দূরে থেকে কাজ করলে, আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে। নিজের কাজ নিয়ে সচেতন হতে হবে সোমবার।
মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাল কাটার কথা সোমবার। ব্যবসায়ীদের মনমতো লাভ হওয়ার সম্ভাবনা। ফলে খুশির সীমা থাকবে না। কোনও কাজ আটকে থাকলে সোমবার পূর্ণ হতে পারে। চাকরিক্ষেত্রে যাঁরা রয়েছেন, পদস্থ আধিকারিকদের থেকে প্রশংসা শুনতে পারেন। তালমিল রেখে অংশীদারী সহযোগে কাজ করলে ভাল হবে। শেয়ার বাজারের সঙ্গে যুক্তদের পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ আসতে পারে।
সোমবার মিশ্র কাটবে কর্কট রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে বড় কোনও চুক্তি সম্পন্ন হতে পারে। যা আপনার পক্ষে যাবে। কোনও ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। কোনও নতুন বিরোধী তৈরি হতে পারে আপনার। ঘরদোর সংস্কারের পরিকল্পনা করতে পারেন। নিজের কাজের জন্যও আগাম পরিকল্পনা তৈরি করতে হবে। কোনও কাজ করার আগে পরামর্শ নিলে সুফল পেতে পারেন।
সিংহ রাশির জাতক-জাতিকারা কোনও কাজ নিয়ে তাড়াহুড়ো করতে পারেন সোমবার। এতে লাভের বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। বুঝেশুনে নিজের কাজ সম্পন্ন করতে হবে। সকল কাজই সম্পূর্ণ করতে পারবেন। কোনও কাজের কারণে ক্লান্তি, মাথার যন্ত্রণা ইত্যাদি হতে থাকলে, তা থেকেও উপশম হওয়ার সম্ভাবনা সোমবার। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। কোনও পুরনো ভুল থেকে অবশ্যই শিক্ষা নিন।
সোমবার কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাল কাটবে। পরিবারে কোনও মঙ্গলকাজের জন্য পরিবেশ আনন্দঘন থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। পরিবারে কেউ চাকরি পেতে পারেন। ফলে সারপ্রাইজ কোনও পার্টির আয়োজনও হতে পারে। কোনও বিষয় নিয়ে টেনশনে থাকলে সোমবার তা দূর হতে পারে।
তুলা রাশির জাতক-জাতিকাদের সোমবার সমস্যায় ভরা হতে পারে। কোনও বিষয় নিয়ে সারাদিন টেনশন ভোগ করবেন। কারো শোনা কথায় ভরসা করবেন না। মনে নেতিবাচক ভাবনার জায়গা দেবেন না কোনওমতেই। আয়ের সূত্র বাড়বে আরও। খুশিতে ভরপুর থাকবে মন। বাবা-মায়ের আশীর্বাদে কোনও আটকে থাকে কাজ পূর্ণ হয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও রোমান্টিক ডেটে যেতে পারেন।
সোমবার ফলপ্রসূ হবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য। কোনও কাজ নিয়ে দীর্ঘদিন সমস্যায় থাকলে, দূর হওয়ার সম্ভাবনা। মনোরঞ্জনমূলক কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পারিবারিক সম্পর্কে মিষ্টত্ব বজায় থাকবে। নিজের বিশেষ কাজ করার জন্য সময় বের করে নিতে হবে। উন্নতির রাস্তায় কাঁটা থাকলে তা দূর হওয়ার সম্ভাবনা। নতুন ঘর, দোকান ইত্যাদি কেনাকাটা করতে পারেন সোমবার।
মিশ্রিত সোমবার দেখতে পারেন ধনু রাশির জাতক-জাতিকারা। পরিবারের কোনও সদস্য নিরাশাজনক কোনও খবর পেতে পারেন। কোনও বিষয় নিয়ে জীবনসঙ্গী আপনার উপর হতাশা প্রকাশ করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন সোমবার। শ্বশুরবাড়ি থেকে কেউ বিশেষ আলোচনার জন্য আপনার কাছে আসতে পারেন। বাকসংযম বজায় রাখন, নয়তো আপনার সম্পর্কে লোকে কু ভাববে।
মকর রাশির জাতক-জাতিকাদের খরচ বেশি হওয়ার সম্ভাবনা সোমবার। মান-সম্মান বৃদ্ধি হবে, ফলে খুশির সীমা থাকবে না। কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বেহিসেবি খরচ বন্ধ না করলে বিপদে পড়বেন। পারিবারিক দায়দায়িত্ব এড়াবেন না। মা কোনও বিষয় নিয়ে আপনার উপর অখুশি হতে পারেন। আপনার কোনও অংশীদারী কোনও বিষয়ে পরামর্শ দিতে চাইলে, তাতে বেশি ভরসা না করাই ভাল।
মোটামুটি কাটবে সোমবার। আয়ের উৎস আরও বাড়তে পারে। সন্তানের তরফ থেকে কোনও সুখবর শুনতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। কাজে কোনও ভুল হয়ে থাকলে দূর হয়ে যাবে। নতুন কোনও কাজে হাত দেওয়া সমীচীন হবে। কোনও কাজের সূত্রে ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন। বিরোধীদের চাল বুঝে চলুন।
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সোমবার অনুকূল। ব্যবসায় ভাল লাভ হওয়ার সম্ভাবনা। পড়ুয়াদের কোনও সমস্যা হলে বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। স্বাস্থ্যের ব্যাপারে কোনওপ্রকার অবহেলা করবেন না। কোনও কাজ অন্যের ভরসায় ছাড়বেন না। বিপদ হয়ে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -