Navpancham Rajyog : সাড়ে সাতির খাঁড়া কাটছে, দীপাবলির আগেই আলোর রোশনাই ৩ রাশির জীবনে ; রাজযোগে মিলবে 'রাজা'র কপাল
মঙ্গল কর্কট রাশিতে পাড়ি দিয়েছে। গ্রহের সেনাপতি মঙ্গল ২০ অক্টোবর (মঙ্গল রাশি পরিবর্তন ২০২৪) রাশিচক্র পরিবর্তন করেছে। প্রায় দেড় বছর পর কর্কট রাশিতে গমন মঙ্গলের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গল কর্কট রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে মীন রাশিতে উপস্থিত রাহুর সঙ্গে নবপঞ্চম নামক একটি রাজযোগ তৈরি হচ্ছে। যার ফলে সুবিধা পেতে চলেছেন কিছু রাশির জাতকরা।
রাহু ও মঙ্গলের তত্ত্বাবধানে তৈরি নবপঞ্চম রাজযোগ উপকৃত হতে চলেছে কোন কোন রাশি ?
কন্যা রাশি (Kanya Rashi)- নবপঞ্চম রাজযোগ গঠনের কারণে কপাল খুলতে চলেছে কন্যা রাশির জাতকদের। বিয়ের প্রস্তাব আসতে পারে অবিবাহিতদের বিয়ের। জীবনে চলতে থাকা সমস্যা কাটতে পারে।
কন্যা রাশি (Kanya Rashi)- যাঁরা বেকার রয়েছেন তাঁরা হঠাৎ চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসাতেও লাভ। অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
সিংহ রাশি (Singha Rashi) - অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ রয়েছে আপনারও। দীর্ঘদিন ধরে জীবনে চলমান সমস্যা এখন শেষ হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পেতে চলেছেন। পদোন্নতির পাশাপাশি আর্থিক লাভ হতে পারে।
সিংহ রাশি (Singha Rashi) - বিদেশে যাওয়ার স্বপ্নও পূরণ হতে পারে কারো কারো। অর্থাৎ, নবপঞ্চম যোগ গঠনে এই রাশির জাতকরা বিশেষ সুবিধা পেতে পারেন।
মকর রাশি (Makar Rashi)- সাড়ে সাতির কারণে দীর্ঘদিন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবার সেই সময় কাটতে চলেছে। এই রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে। জীবনে অনেক বড় পরিবর্তন দেখা যেতে পারে।
মকর রাশি (Makar Rashi)- আর্থিক অবস্থা শক্তিশালী হবে। কর্মক্ষেত্রেও সুবিধা পেতে পারেন। সিনিয়রদের সঙ্গে ভাল সমন্বয় থাকবে। পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। নতুন কাজের জন্য অনেক সুযোগ পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -