Glowing Skin: দীপাবলির আগেই চাই উজ্জ্বল ত্বক, ঘরোয়া উপায়েই মিলবে সমাধান, কীভাবে যত্ন নেবেন?
দীপাবলির আর বেশিদিন বাকি নেই। ত্বকের কালচে দাগছোপ দূর করার জন্য এখন থেকেই শুরু করুন ত্বকের পরিচর্যা। সবার আগে সঙ্গে রাখুন সানস্ক্রিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। নাহলে রোদে পুড়ে ত্বকে ট্যান হয়ে যাবে। বাড়ির বাইরে না বেরোলেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের পরিচর্যার জন্য ব্যবহার করুব বিভিন্ন ধরনের ফেস মাস্ক শিট। এর ফলে আপনার ত্বক আর্দ্র এবং মোলায়েম থাকবে।
ছবি সূত্র- পিক্সেলস। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ত্বকের সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই বাড়ির বাইরে বেরোলে এখন কয়েকদিন ছাতা, সানগ্লাস, স্কার্ফ ব্যবহার করুন অবশ্যই।
ছবি সূত্র- পিক্সেলস। নিয়মিত ত্বকে ময়শ্চারাইজার, ক্রিম ব্যবহার করতে হবে। যেহেতু এখন হাওয়া খুব রুক্ষ-শুষ্ক, তাই ত্বকে অবশ্যই ময়শ্চারাইজার বা ক্রিম ম্যাসাজ করতে হবে। নাহলে ত্বক জৌলুসহীন হয়ে পড়বে।
ছবি সূত্র- পিক্সেলস। সপ্তাহে দু-বার স্ক্রাব করুন। এর ফলে ত্বকের ডেড স্কিন সেল বা মরা কোষ দূর হবে এবং ত্বক দেখতে অনেক ঝকঝকে লাগবে, উজ্জ্বল লাগবে।
ছবি সূত্র- পিক্সেলস। স্ক্রাবের পাশাপাশি ত্বকে ব্যবহার করতে পারেন ফেস প্যাকও। বাড়িতেই তৈরি করে নিতে পারেন। ফেস প্যাক ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে।
ছবি সূত্র- পিক্সেলস। হঠাৎ করে ত্বকে নতুন কোনও প্রোডাক্ট ব্যবহার করতে যাবেন না। এর ফলে হিতে বিপরীত হতে পারে। বাড়িতে তৈরি উপকরণ ব্যবহার করতে পারলেই সবচেয়ে বেশি উপকার পাবেন।
ছবি সূত্র- পিক্সেলস। ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালভাবে মুখ ধুয়ে নিতে হবে। এরপর টোনার হিসেবে ব্যবহার করুন গোলাপ জল। তার ফলে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি মোলায়েমও হবে।
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের জেল্লা সারাবছর একভাবে বজায় রাখার জন্য নিয়মিত ক্রিম ম্যাসাজ জরুরি। এছাড়াও সঠিকভাবে মুখ পরিষ্কার রাখতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -