Zodiac Signs: আয়নায় চিড় ধরলে মাথায় আকাশই ভেঙে পড়ে এঁদের, একটু বেশিই কুসংস্কারাচ্ছন্ন হন এই রাশির জাতকরা
যুগের সঙ্গে তাল মিলিয়ে যতই নিজেদের বিজ্ঞানমনস্ক বলে দাবি করি না কেন, কিছু সংস্কার বা কুসংস্কার থেকে মুক্ত হতে পারি না আমরা। ছোট ছোট কিছু জিনিস, যেমন গুরুত্বপূর্ণ কোনও কাজে যাওয়ার আগে শুভ রংয়ের পোশাক পরা, বা বিশেষ কোনও রং এড়িয়ে যাওয়া, এ সব চলতেই থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে কিছু মানুষ রয়েছেন যাঁরা কুসংস্কারের গ্রাস থেকে বেরোতে পারেন না। বিড়ালের রাস্তা পেরনো থেকে কুকুরের কান্না, সবেতেই ছ্যাঁৎ করে ওঠে এঁদের বুক। সবের মধ্যেই কিছু না কিছুর ইঙ্গিত খুঁজে পান এরা।
কর্কট রাশির জাতকরা ১৩ সংখ্যাটিকে নিয়ে আতঙ্ক কাটিয়ে উঠতে পারেন না। বিল্ডিংয়ের ১৩ তলায় ওঠা থেকে হোটেলের ১৩ নম্বর ঘর, সবই এড়িয়ে চলেন এঁরা।
যে শুক্রবার মাসের ১৩ তারিখ হয়, এঁরা প্রমাদ গুণতে শুরু করেন। সম্ভব হলে বাডি় থেকেই বেরোন না। এতে কখনও কখনও বাড়ির লোকজন থেকে বন্ধু-বান্ধবরা এঁদের প্রতি বিরক্ত হন।
কন্যা রাশির জাতকরা শুধু কুসংস্কারাচ্ছ্ন্নই হন না, তার পক্ষে যুক্তি খাড়া করতেও বিশেষ সময় লাগে না এঁদের। একবার যদি কোনও কিছুকে অশুভ বলে ধরে নেন, তার ধারেকাছেও ঘেঁষেন না।
এঁরা মইকেও ভয় পান। একদিকে ওঠা এবং অন্য দিকে, ঠেসান দেওয়া যে মই হয়, দাঁড় করিয়ে রাখলে তার আকার ত্রিভুজের মতো হয়। কন্যা রাশির জাতকদের মতে, ওই ত্রিভুজে অশরীরি বাস করে।
সবেতেই কিছু না কিছুর ইঙ্গিত খোঁজেন মীন রাশির জাতকরা। আয়নার কাচ ভাঙলে এঁদের মনে হয় মাথার উপর আকাশই না ভেঙে পড়ল বুঝি। নিজের হাতে কাচ ভাঙলে সাত বছর দুর্ভাগ্য বয়ে যেতে হয় বলে ধারণা এঁদের।
এমনকি বাড়ির চার দেওয়ালের মধ্যে ছাতা হাতে নেওয়াতেও অনেককে ইতস্তত করতে দেখা যায়। এতে সূর্যদেবতা অসন্তুষ্ট হন বলে মীন রাশির অনেকেরই ধারণা।
হাতের তালু চুলকালেও নানা ইঙ্গিত খুঁজে পান ধনু রাশির জাতকরা। এর সঙ্গে টাকাপয়সার যোগসূত্র খুঁজে পান এঁরা। তবে আপনা থেকে নয়, কোনও কালে কারও কাছ থেকে শুনে থাকবেন হয়ত। তার পর থেকেই বদ্ধমূল ধারণা জন্মেছে।
ধনু রাশির জাতকরা ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও শুভ-অশুভ মেনে চলেন। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাঁদের ভাবনায় এ সব কাজ করে। বেশির ভাগ ক্ষেত্রেই এই ধরনের ভাবনায় কেউ ক্ষতিগ্রস্ত হন না। তবে কোনও কিছুই অতিরিক্ত ভাল নয়। তাতে চারপাশের মানুষ অসন্তুষ্ট হবেনই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -