Zodiac Signs: সবকিছু ওলটপালট হয়ে গেলেও, সন্তানের গায়ে আঁচ পড়তে দেন না এঁরা
সন্তানধারণ করলেই হয় না, সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া, সুস্থ পরিবেশে বড় করে তোলাও মা-বাবার দায়িত্বের মধ্যে পড়ে। সন্তানের পছন্দ অপছন্দকেও দিতে হয় গুরুত্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতার বাইরেও সন্তানকে যাবতীয় ঝড়-ঝাপটা থেকে রক্ষা করা মা-বাবার দায়িত্বের মধ্যে পড়ে। দাম্পত্যের টানাপোড়েন হোক বা অভাব-অনটন, সন্তানের গায়ে তার আঁচ না পড়াই ভাল।
এ ব্যাপারে কিছু রাশির জাতকরা এগিয়ে থাকেন। সন্তানকে আক্ষরিক অর্থেই জীবন দিয়ে আগলে রাখেন তাঁরা। নেতিবাচক কোনও কিছুর প্রভাব পড়তে দেন না ছোট্টটির মনে।
জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রমাকে আবেগের নিয়ন্ত্রক হিসেবে ধরা হয়। আর এই চন্দ্রমা কর্কট রাসির জাতকদের নিয়ন্ত্রণ করে। তাই এঁরা অত্যন্ত সংবেদনশীল, যত্নশীল হয় যেমন, স্বাধীনচেতাও হন।
কর্কট রাশির জাতকরা সন্তানকে অসম্ভব ভালবাসেন। জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত সন্তানকে আগলে রাখতে চান এঁরা। নিজেরচাহিদার ঊর্ধ্বে সন্তানকে রাখেন। সন্তানের মনের কথা বুঝতে পারেন।
কন্যা রাশির জাতকরা ভরসাযোগ্য হন। নতুন কিছু শিকতে সবসময় মুখিয়ে থাকেন। এঁদের ইচ্ছাশক্তি প্রবল। মনের দিক থেকে অত্যন্ত নরম হন।
সন্তানধারণ করলে যে কোনও মূল্যে সেই দায়িত্ব পালন করেন কন্যা রাশির জাতকরা। নিজেকে ঘষেমেজে তৈরি করেন এঁরা। সন্তানের ভাল-মন্দ এঁদের কাছে সবচেয়ে প্রাধান্য পায়।
তুলা রাশির জাতকদের ক্ষেত্রে শুক্রের অবস্থান লক্ষনীয়। এঁরা ভালবাসতে পারেন। স্নেহ পরায়ণ হন। কথা বলতে পারেন। কৌতূহলীও হন। ফলে সন্তান কোনও কথা লুকোতে পারে না।
সন্তানের সঙ্গে তুলা রাশির জাতকদের সম্পর্ক হয় বন্ধুর মতো। সন্তানের মতামতকেও সমান গুরুত্ব দেন এঁরা। এমনকি বয়ঃসন্ধিকালে সন্তান যখন নিজেকে নতুন করে আবিষ্কার করে, তখন স্তম্ভের মতো তাদের আগলে রাখেন তুলা রাশির জাতকরা।
মিথুন রাশির জাতকরা আগে থেকে পরিস্থিতি আঁচ করতে পারেন। তাই আসন্ন বিপদ সম্পর্কে সন্তানকে রক্ষা করতে পারেন সময় থাকতেই। সন্তানের পছন্দ-অপছন্দরে গুরুত্ব দেন বলে বন্ধু হয়ে ওঠেন।
মিথুন রাশির জাতকদের ধারণা, সন্তানের ভাল-মন্দ তাঁদের চেয়ে কেউ বেশি বোঝেন না। এর ফলে মাঝে মধ্যে সন্তানের সঙ্গে দ্বন্দ্বও দেখা দেয় এঁদের। কিন্তু সন্তান বিপদে পড়লে জান লড়িয় দেন এঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -