Horoscope: অর্থ ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে কোন রাশির জাতকদের-দেখুন আজকের রাশিফল
মেষ-মনে ইচ্ছা সীমিত রাখুন ও কথাবার্তায় গুরুত্ব দিন। অনাবশ্যক খরচ ভবিষ্যতের জন্য সমস্যা বাড়াতে পারে। সরকারি নিয়ম পালন করুন। পর্যবেক্ষণের সময় সরকারি আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করুন। কর্মস্থলে টিম লিডার হিসেবে কোনও ভুলচুক যেন না হয়। ব্যবসায়ীদের বড় চুক্তির জন্য ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। পিঠে ব্যথার সমস্যা ভোগাতে পারে। আচমকা সংসারে বড় খরচ চিন্তা বাড়াতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ-আজ মানসিক একাগ্রতা ও অনুশীলন বজায় রাখতে হবে। মহামারী পরিস্থিতিতে সংক্রমণ থেকে রক্ষা পেতে সমস্ত বিধি কঠোরভাবে পালন করুন। সরকারি বিভাগে কর্মরতদের কোনও ভুলচুক না করাই শ্রেয়, নাহলে বসের তিরস্কারের মুখে পড়তে হতে পারে। কাপড়ের ব্যবসায়ীদের পক্ষে দিনটি বিশেষ কিছু নয়। ক্রেতাদের সঙ্গে সম্পর্ক বাড়ান। তরুণদের নিজে বিষয়ে আরও বেশি দক্ষ হতে হবে। প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেকে তৈরি করতে হবে। বাড়িতে বিয়ের সম্পর্কের কথাবার্তা চললে, তা পাকাপাকিভাবে স্থির হওয়ার সময় এসেছে।
মিথুন-আজ আর্থিক পরিস্থিতি নিয়ে পরিকল্পিত কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন। পুরানো পরিকল্পনা সফল হতে পারে। দীর্ঘকালিন লগ্নিতে লাভের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। ব্যবসায়ীদের পরিস্থিতিতে উন্নতি ঘটবে। যান-বাহনের ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা। অফিসে বসের কথাবার্তা মেনে চলুন। তাঁর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে ভবিষ্যতের জন্য ভালো হবে। বাড়িতে গুরুজনরা নারাজ হতে পারেন। গুরুত্বপূর্ণ কাজে পুরানো ভুলের পুণরাবৃত্তি এড়াতে হবে।
কর্কট-আজ সমস্ত বকেয়া কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। কোনও পরিকল্পার জন্য ভাল দিন। অফিসে গাম্ভীর্য বজায় রাখুন। প্রেজেন্টেশনের জন্য নিজেকে মানসিকভাবে তৈরি রাখতে হবে। ম্যানেজমেন্ট ব্যবসায়ীরা ভালো প্রোজেক্ট পেতে পারেন। তরুণদের প্রতিদ্বন্দ্বিতামূলক বিষয়ে সক্রিয়তা বাড়াতে হবে। প্রবীণদের পরামর্শ লাভজনক হবে।
সিংহ- আজ আপনার বিনম্রততা সাফল্যর দরজায় পৌঁছে দেবে। সামাজিক ও পারিবারিক দিক থেকে সংযম বজায় রাখতে হবে। সরকারি চাকরির ক্ষেত্রে বদলি বা পদোন্নতির সম্ভাবনা। কেরিয়ারের ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল, কাজের সম্ভাবনা বাড়বে। অধিক লাভের জন্য ব্যবসায়ীদের অবৈধ উপায় অলম্ববন থেকে বিরত থাকতে হবে। তরুণরা গুরুজনদের পরামর্শ মতো কাজ করলে সুফল পাবেন। শর্ট টার্ম কোর্সের মাধ্যমে নিজেকে আপডেট করুন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। শ্বশুর বাড়ির দিক থেকে ভালো খবর মিলতে পারে।
কন্যা- আজ আলস্য এড়িয়ে চলতে হবে। কাজকর্ম দ্রুত সমাধা করার দিকে নজর দিতে হবে। অফিসের কাজে বেশি সময় দিতে হতে পারে। নিয়ন্ত্রিত ব্যবহার ও উচ্চ পদাধিকারীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। ব্যবসায়ীদের প্রচার-প্রসারে নজর দিতে হবে। তরুণরা অযথা বিতর্ক এড়িয়ে চলুন। বর্তমান পরিস্থিতি অনুসারে কোনও রকম গাফিলতি করা যাবে না। জমি বা ফ্ল্যাট ক্রয় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
তুলা- আজ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সাহায্য করার সুযোগ পেলে কোনওভাবেই তা ছাড়বেন না। অফিসে সংযম বজায় রেখে চলুন। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ব্যবসায়ীদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। উৎসাহ নিয়ন্ত্রণে রাখুন এবং তা ভালো কাজে ব্যয় করুন। শারীরিক সক্রিয়তা বজায় রাখুন। রান্নাঘরে কাজের সময় চোট লাগতে পারে। বাড়িতে ওয়্যারিং কাজ করার সময় সতর্ক থাকুন।কানে সংক্রমণের আশঙ্কা।
বৃশ্চিক- আজকের দিন অজান্তে করা কোনও ভুলের জন্য আফসোস না করে ইতিবাচক কাজের দিকে নজর দিন। মন সংযত রাখুন ও ভবিষ্যত কাজের পরিকল্পনা করুন। অফিসের কাজকর্মে গুরুত্ব দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তরুণদের পরিশ্রম আরও বাড়াতে হবে। ব্যবসায়ীদের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। পিঠে ব্যথা বা হাঁটু ও কাঁধের সমস্যা দেখা দিতে পারে। এমন হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
ধনু- আজ ইতিবাচক কাজকর্মে মনোনিবেশ করুন। এজন্য নতুন প্রোজেক্টের কাজ করুন। নিশ্চিতভাবে সাফল্য পাবেন। ছোট খাটো ব্যাপারে উত্তেজিত হওয়া ঠিক নয়। সম্ভব হলে কোনও দুঃস্থকে সাহায্য করুন। যাতায়াতের নিয়ম কঠোরভাবে পালন করুন। যানবাহন চালানোর ক্ষেত্রে নিয়ম পালনে অসতর্কতায় জরিমানা দিতে হতে পারে। কাঠের ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য নিয়ে পরিবর্তিত আবহাওয়া নিয়ে সতর্ক থাকতে হবে। বাড়ির কাজের দায়িত্ব নিতে হতে পারে।
মকর-আজ ভগবানের প্রার্থনা দিয়ে দিন শুরু করুন। অকারণে কেনাকাটা এড়িয়ে যাওয়াই ভালো। সঞ্চয় থেকে খরচ এড়াতে হবে। জীবিকা নিয়ে সুখবর মিলতে পারে। অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে। এজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে। আইটি সেক্টরে কর্মরতদের নতুন প্রোজেক্ট মিলতে পারে। স্টেশনারি ব্যবসায়ীদের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তরুণরা যানবাহনের দুর্ঘটনা সম্পর্ক সতর্ক থাকুন। হাড়ে চোট লাগতে পারে।বাড়িতে কারুন আগমনে মন প্রসন্ন হতে পারে।
কুম্ভ-আজ দীর্ঘদিন আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হতে পারে। আর্থিক পরিস্থিতিতে উন্নতি হওয়ায় মন আনন্দ ও উল্লাস বজায় থাকবে। উচ্চ পদাধিকারীর অনুপস্থিতিতে ব্যস্ততা বাড়তে পারে। দক্ষতা প্রমাণে বস কোনও দায়িত্ব দিতে পারেন। ব্যবসায়ীদের নয়া অংশদীর মিলতে পারে। কিন্তু এর আগে নিয়ম-শর্ত সম্পর্কে কথাবার্তা স্পষ্ট করে দিতে হবে। ব্যর্থতা এলেও তরুণদের হতাশ হওয়ার কারণ নেই। কারণ, সুখবর মিলতে পারে শীঘ্রই। বাড়িতে কোনও কারণে অশান্তির আশঙ্কা।
মীন-আজ কাজের বোঝা কিছুটা কমান। কোনও উত্তেজনায় ভুগলে তার প্রশমনের আশা রয়েছে। চাকরিতে বদলির সম্ভাবনা। ভালো অফার পেলে ছাড়া ঠিক হবে না। ব্যবসায় বদলের পরিকল্পনা থাকলে কিছুটা অপেক্ষা করাই ভালো। দ্রুত পরিস্থিতি অনুকূল হবে। রক্তচাপের সমস্যা থাকলে সতর্ক থাকুন। পরিবারের বিবাদজনিত পরিস্থিতিতে ধৈর্য্য ধরুন। খোলামেলা পরিবেশে সমাধানের খোঁজ করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -