Daily Horoscope: কোন রাশির জাতকের চাকরির সম্ভাবনা, বাড়িতে লোক সমাগত কোন রাশির জাতকের-আজকের রাশিফল
মেষ- আজ সাফল্য পেতে কঠোর পরিশ্রমের প্রতি নজর দিন। সরস্বতী পুজো উপলক্ষ্যে দুঃস্থ শিশুদের পড়াশোনা সংক্রান্ত জিনিসপত্র বিতরণ করুন। কর্মস্থলে মহিলা ও বড়দের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করুন, তাঁদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া ঠিক নয়। আটকে থাকা কাজ আজ শুরু হতে পারে। ব্যবসায়ে বিস্তারের ভালো সম্ভাবনা রয়েছে। তরুণদের পক্ষে সময় ভালো, কর্মসংস্থানের সম্ভাবনা। পুরানো রোগ অবহেলা করবেন না। পরিবারের ব্যাপারে সমঝদারি দেখাতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ-আজকের অভিজ্ঞতা আপনার সাফল্য সুনিশ্চিত করবে। যে কাজে অভিজ্ঞতা নেই, সেই কাজে হাত দেওয়া উচিত নয়। ঋণ চোকানোর পরিস্থিতি না থাকলে তার থেকে দূরত্ব বজায় রাখুন। বিদেশী কোম্পানিতে অফার মিলতে পারে, এজন্য চেষ্টার ত্রুটি করা চলবে না। পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি বিনোদনেও সময় দিলে উৎসাহ মিলবে। শারীরিক কষ্ট থেকে মুক্তি লাভ হতে পারে। মাংসপেশীতে ব্যথার আশঙ্কা। খাওয়া-দাওয়া ও দিনচর্চায় নিয়ম পালন লাভজনক হবে। পরিবারের সদস্যরা একত্রিত হয়ে সরস্বতীর আরাধনা করুন।
মিথুন-আজকের দিনে নেটওয়ার্কও আপনার শক্তি। সেজন্য সমস্ত সম্পর্কের সঙ্গে সহযোগিতা বাড়ান। আচমকা যাত্রার যোগ তৈরি হচ্ছে। অফিসের কাজে যাত্রা করতে হতে পারে। সেজন্য কাগজপত্র তৈরি রাখুন। বস আপনার কাজের সমীক্ষা করতে পারে, সেজন্য ত্রুটির কোনও সম্ভাবনা যেন না থাকে। ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে দৌড়ঝাঁপ করতে হতে পারে। তরুণ ও পড়ুয়াদের দিনটি স্বাভাবিক। আজ পেটে ব্যথার সমস্যা ভোগাতে পারে। প্রচুর জল খান ও বদহজম থেকে রেহাই পাওয়ার চেষ্টা করুন। পরিবারের লোকজন আপনার প্রতি প্রসন্ন থাকবে। একসঙ্গে ঘোরাফেরা করতে যেতে পারেন।
কর্কট-মনে অনাবশ্যক চিন্তাভাবনা চাপ তৈরি করতে পারে। এতে সমস্যা বাড়বে। কাজকর্মে ত্রুটির আশঙ্কা। এজন্য গুরত্বপূর্ণ কাজে খুবই সতর্ক থাকতে হবে। খুচরো ব্যবসায়ীরা লেনদেনে পারদর্শীতা বজায় রাখুন। নাহলে লোকসান হতে পারে। ব্যবসা বাড়ানোর পরিকল্পনার সঠিক সময়। ঋতু বদলের প্রভাব স্বাস্থ্যে পড়তে পারে। মহামারি নিয়ে সতর্ক থাকতে হবে। সপরিবারে ধর্মগ্রন্থ পাঠে মন শান্ত হবে। পরিবারে ছোট ভাই-বোনের সঙ্গে না থাকলেও তাদের সম্পর্কে খোঁজখবর নিন। বাড়িতে সকলের সহযোগিতায় প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করা যেতে পারে।
সিংহ-আজকের দিন কথা ও ব্যবহারে সংযম রাখতে হবে। অন্যদের সমালোচনা থেকে দূরে থাকুন। কর্মস্থলে অধঃস্তন কর্মীদের পূর্ণ সহযোগিতা করুন। কারুর বিশেষ দিন হলে তাঁকে অবশ্যই উপহার দিন। কাজকর্মে ত্রুটি হতে পারে। সেজন্য বস আপনার প্রতি ক্ষুব্ধ হতে পারে। তরুণরা নিজেদের সঙ্গতি নিয়ে সচেতন থাকুন। মন্দ প্রবৃত্তির লোক আপনার সমস্যার কারণ হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে উত্তেজনা থেকে দূরে থাকুন।
কন্যা-আজ গুরু প্রণাম করুন ও হলুদ বস্ত্র উপহার হিসেবে দিন। আজ যাঁদের জন্মদিন তাঁরা দরিদ্র শিশুদের খাওয়াতে পারেন, এতে মনে শান্তি ও পূণ্য মিলবে। কাজকর্মে টিমওয়ার্কের ওপর জোর দিন। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। বড় অঙ্কের ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। তরুণদের চাকরির অফার মিলতে পারে। পড়ুয়াদের টাইম-টেবিল কঠোরভাবে মেনেচলা দরকার। অ্যালার্জি সমস্যায় ফেলতে পারে। জরুরি ওষুধপত্র সঙ্গে রাখুন। আত্মীয়র নিমন্ত্রণ পেলে সপরিবারে যান।
তুলা-আজ মন ক্ষুন্ন হতে পারে। কোনও পথ না মিললে শান্ত ও সংযত থেকে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। কর্মস্থলে সহকর্মীর কাজের বোঝা চাপে পারে। খুচরো ব্যবসায়ীরা সতর্ক থাকুন, লোকসানের আশঙ্কা রয়েছে। বড় ব্যবসায়ীদের লগ্নি করার আগে সমস্ত দিক খতিয়ে দেখতে হবে। যাঁরা চাকরি খুঁজছেন,তাঁদের সুরাহা হতে পারে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঠাণ্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে। দাম্পত্য জীবনে সমস্যার সুরাহার সম্ভাবনা। এতে মন প্রসন্ন হবে।
বৃশ্চিক-আজ কারুর দুঃখের কারণ যেন না হন, এই বিষয়টি মাথায় রাখতে হবে। সমধুর ভাষা ও সংযমিত ব্যবহার আপনার পরিচয় গড়ে তুলবে। কর্মস্থলে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্তদের সমস্যায় পড়তে হতে পারে। খুচরো ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধির প্রয়াস গুরুত্ব সহকারে করুন। বিদ্যার্থীদের সময় অনুকূল। সুগারের রোগীরা চিকিৎসকের দেওয়া ওষুধ ও পরামর্শ মেনে চলুন। পরিবারে বাবা-মায়ের কথাবার্তা অবহেলা করা ঠিক না।
ধনু-আজ গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে সতর্কতা বজায় রাখুন। আজ পছন্দের উপহার মিলতে পারে। অফিসিয়াল কথাবার্তা অন্যদের সঙ্গে শেয়ার করলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। বড় ব্যবসায়ীদের দিন লাভজনক থাকবে। পুরানো লগ্নি থেকে বড় অংশের লাভ পেতে পারেন। তরুণ ও পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পছন্দ অনুযায়ী কাজ করতে পারেন। এতে পূর্ণ সাফল্য মিলবে। স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি অনুকূল থাকবে। বদহজম থেকে বাঁচতে হাল্কা ও সুপাচ্য খাবার খান। যান দুর্ঘটনা সম্পর্কে সচেতন থাকুন।বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান করুন।
মকর- আজ প্রতিকূলতা দূর করতে নিজেকে সক্ষম করে তোলার প্রয়োজন। অফিসের কাজকর্মে গাফিলতি এড়িয়ে চলতে হবে। কথা চালাচালি বিপজ্জনক হতে পারে। বিলাসবহুল সামগ্রী বিক্রেতারা ভালো লাভ করতে পারেন। যাতায়াতের নিয়ম পালন আবশ্যিক, নাহলে জরিমানা দিতে হতে পারে বা সরকারি সাজা মিলতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বাড়িতে মাঙ্গলিক কাজকর্মের রূপরেখা তৈরি হতে পারে।
image 10কুম্ভ-আজ লক্ষ্যে পৌঁছতে সবার সঙ্গে তালমিল বজায় রেখে চলতে হবে। শিক্ষা বিভাগের সঙ্গে যুক্তদের ভালো সুযোগ মিলতে পারে। কোনও জরুরি কাজ সমাধা না হলে গুরুজনদের পরামর্শ নিন। পাইকারি ব্যবসায়ীরা অধিক সামগ্রী মজুত নিয়ে সতর্ক থাকুন। ইলেট্রনিক সামগ্রীর ব্যবসায়ীদের কিছু সমস্যার মুখে পড়তে পারে। তরুণ ও বিদ্যার্থীদের দিনটি স্বাভাবিক থাকবে। মাঝেমধ্যেই মাথা ব্যথা করলে চোখের পরীক্ষা করাতে হবে। বাড়িতে স্নেহের সম্পর্ক বজায় রাখুন। একসঙ্গে খাওয়া-দাওয়া করুন।
মীন-আজকের দিন ব্যক্তিগত ও পেশাদার-উভয় জীবনই খুব ভালো থাকবে। বিগড়ে যাওয়া ঘটনা থেকে মুক্তি মিলতে পারে। নতুন কাজ শুরুর পক্ষে ভালো দিন। বস ও উচ্চপদাধিকারীদের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখলে সুফল মিলবে। চ্যালেঞ্জপূরণ ও ঝুঁকিবহুল কাজে সমস্যায় পড়তে পারেন। তরুণদের পরিস্থিতির সঙ্গে সমঝোতা করতে হতে পারে। শিশুদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -