Horoscope: রাশিফল-আপনার আজকের দিন
মেষ- কথাবার্তা বলার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। যতটা প্রয়োজন ততটাই বলার চেষ্টা করুন। এমনটা না করলে আপনার কথাবার্তা গুরুত্ব পাবে না। কর্মস্থলে লক্ষ্য পূরণ হওয়ায় মন প্রসন্ন থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা। চাকরি নিয়ে প্রচেষ্টা পূর্ণ হতে পারে। ব্যবসায় অংশীদারিত্বের ভিত্তিতে যাঁরা কাজ করছেন, তাঁদের মুনাফার সম্ভাবনা। তরুণদের প্রতিভা প্রদর্শনের সুযোগ। কিডনি সংক্রান্ত রোগীরা সতর্ক থাকুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ-দেখনদারি এড়িয়ে চলুন, পকেট বুঝে খরচ করুন। অন্যদের বাইরের আচরণ দেখে ভুল পথে চালিত হবেন না। অফিসের কাজকর্মের সূচনা বেশ ভালো হবে। এজন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে প্রেজেন্টেশন সংক্রান্ত বিষয়ে যেতে হবে। বহুজাতিক সংস্থায় কাজ করতে ইচ্ছুক বলে খুব শীঘ্রই ভালো চাকরির সুযোগ আসবে।থমকে থাকা শিক্ষা সম্পূর্ণ হওয়ার সময় চলে এসেছে। কোষ্ঠ্যকাঠিণ্য ও গ্যাসের সমস্যা ভোগাতে পারে। ওষুধ সঙ্গে রাখুন। অভিভাবকরা সন্তানের ভুল কথাবার্তা সমর্থন করবেন না। এজন্য ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে হতে পারে।
মিথুন-আজ কোনও বিষয়ে ভেবেচিন্তে পরামর্শ দিন। নাহলে শ্রোতা এর ভুল অর্থ বের করতে পারে। অফিসের কাজকর্ম সময়ে পূরণ হবে। এতে উদ্বেগ কমবে। ব্যবসায়ীরা সামগ্রীর মজুত বাড়াতে পারেন। নাহলে গ্রাহকদের বৈচিত্র্য দিতে সমস্যায় পড়তে হতে পারে। সুগারের রোগীরা নিজেদের খেয়াল রাখুন। মহামারীর পরিস্থিতিতে সংক্রমণ সম্পর্ক সতর্ক থাকুন। বাড়িতে দাদা বা বাবার শরীর খারাপ হতে পারে, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিন।
কর্কট-আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ। তাই এই দিন বিফল হতে দেবেন না। নিজের আবেগ ও রাগ নিয়ন্ত্রণে রাখুন। কোনও অবাঞ্ছিত পরিস্থিতির মুখোমুখে হতে পারে। আর্থিক পরিস্থিতি উন্নতি হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের প্রতি ভালো ব্যবহার করুন। ভালো কাজ করতে ছোটখাটো পার্টি দিতে পারেন। ব্যবসায়ীদের সরকারি কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। আর্থারাইটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
সিংহ-আজ নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী কাজ করুন। নিজের ওপর কাজের বোঝা বাড়াবেন না। টিম লিডার হলে অধীনস্তদের ওপর কড়া নিয়ম চালু করবেন না। খাওয়া-দাওয়ার ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা। তরুণদের ভালো চাকরির সুযোগ। আগে থেকেই অসুস্থদের স্বাস্থ্য নিয়ে কোনওভাবেই গাফিলতি করা উচিত নয়। পরিবারে নিজের ভূমিকা নিয়ে সতর্ক থাকুন।
কন্যা-আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। কোনও কিছু বুঝতে না পারলে গুরুজনদের পরামর্শ নিলে তা লাভজনক হতে পারে। কোম্পানির অ্যাডভাইরাস পদে থাকলে ভেবেচিন্তে পরামর্শ দেওয়া উচিত। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ভালো ডিল বা ক্লায়েন্ট মিলতে পারে। বিদেশে পড়াশোনা করতে চাইলে আবেদনের সঠিক সময়। পড়ুয়ারা পরীক্ষার জন্য রিভিশনের ভালো ফল পেতে পারেন। শ্বাসকষ্ট ও অ্যালার্জির ব্যাপারে সজাগ থাকুন।
তুলা-সৃষ্টিশীল কাজে আজ অগ্রাধিকার দিন। অফিসের পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। এতে কঠিন কাজও সহজে সম্পূর্ণ হবে। বসের প্রশংসা পেতে পারেন। কাঠের ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। সমস্ত কাগজপত্র সম্পূর্ণ করে রাখুন, নাহলে সরকারি ব্যবস্থার মুখে পড়তে হতে পারে। আবহাওয়ায় বদলের পরিপ্রেক্ষিতে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে।
বৃশ্চিক- দীর্ঘ সময় আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। মধুর ব্যবহারে সবার মন জয় করা যাবে। মনে রাখতে হবে, মুখ থেকে যাতে কোনও কটু শব্দ না বেরোয়। কারুর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ভবিষ্যতের চিন্তার প্রভাব বর্তমানেও পড়তে পারে। এ জন্য যা করছেন, তা মন দিয়ে করুন। কাজেকর্মে ছোটাখাটো গলতি নেতিবাচক হয়ে উঠতে পারে। লোহার ব্যবসায়ীদের প্রচুর লাভ হতে পারে। পরিবারের সুখ-শান্তির জন্য পুজোপাঠ করতে পারেন।
ধনু-আজ কারুর খামতি নিয়ে তাকে মজার খোরাক বানাবেন না। নাহলে ভবিষ্যতে আপনিও হাসির পাত্র হয়ে উঠতে পারেন। বসের বকাঝকার আশঙ্কা। আয় ও ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখতে হবে। অফিসিয়াল কাজকর্ম বাড়ায় মুড অফ থাকতে পারে। টিম ওয়ার্কের পরিণাম ভালো হবে। স্টেশনারির ব্যবসায়ীদের বিক্রি বাড়বে। যুবক ও পড়ুয়াদের দিনটি ভালো যাবে। কিন্তু দৈনন্দিন কাজকর্মে কোনওভাবেই গাফিলতি করা যাবে না। যান খারাপ হয়ে যাত্রায় সময় মুশকিলে পড়তে পারেন। বাড়ির ব্যাপারে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত দিক বিচারবিবেচনা করেই কথা বলুন।
মকর-আজ সংযত ও পরিমিত ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। উচ্চ পদাধিকারীদের সঙ্গে বনিবনার অভাব হতে পারে। পেশায় শিক্ষক হলে পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায়ীদের পক্ষে দিনটি ভালো। উচ্চ শ্রেণীর পড়ুয়ারা পড়াশোনায় একেবারেই গাফিলতি করবেন না। খাবারে ফাইবারের মাত্রা বাড়াতে হবে। কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা থাকায় জলপানের পরিমাণ বাড়ান।
কুম্ভ-আজকের দিন সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহ লাভপ্রদ হবে। অফিসে মনোমতো কাজ হবে। স্টেশনারী ব্যবসায়ীদের পক্ষে আজ দিনটি সেভাবে ফলপ্রদ নাও হতে পারে। তরুণদের প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূ্র্ণ কাজের জন্য করা উচিত। এর অপব্যবহার ভবিষ্যতে ক্ষতিকারক হয়ে উঠতে পারে। পড়ুয়াদের চাপমুক্ত মনে পড়াশোনা করা দরকার। পরিবারে আচমকা বিবাদের আশঙ্কা।
মীন-আজ মন প্রসন্ন থাকবে। ধর্মে আস্থা রাখলে পূজার্চনা সফল হবে। সরল ব্যবহারে লোকের মন জয় করতে পারবেন। ভবিষ্যত পরিকল্পনা ও গতিবিধিতে তাঁদের অংশদারীকে উপেক্ষা করবেন না। কর্মস্থলে পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূল থাকবে। ব্যবসা বৃদ্ধির উপযুক্ত সময়। তরুণদের ক্ষেত্রে দিনটি শুভ। গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করুন।স্বাস্থ্যের ক্ষেত্রে পুষ্টিকর খাবারকে গুরুত্ব দিন,এড়িয়ে চলুন বদহজম তৈরি করা খাবার। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বাড়িতে অতিথি সমাগমের যোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -