রাশিফল- আপনার আজকের দিন
বৃষ- ভেবেচিন্তে কথা বলুন। অন্য কোনও ব্যক্তির প্রতি রাগ প্রকাশ করলে তার খেসারত দিতে হতে পারে। অফিসে কাজের চাপ থাকবে। বসের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকতে হতে পারে। ব্যবস্থায় অস্থিরতা কাটার সম্ভাবনা, সেই সঙ্গে ধনপ্রাপ্তির পথ দেখা যেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু এজন্য সঠিকভাবে দিনচর্চা করতে হবে। পারিবারিক দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেষ: আজকের দিনটি আধ্যাত্মিক। দিনের শুরুতেই অভাবগ্রস্তদের সাহায্য করা দরকার। কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকবে। ব্যবসায়ীদের আটকে থাকা পরিকল্পনার ভুলভ্রান্তি শুধরোলে সাফল্য মিলবে। পড়ুয়াদের মনঃসংযোগের অভাব থাকতে পারে। পরিবারে শান্তির বাতাবরণ থাকবে। সুগারের রোগীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। বন্ধুর সহযোগিতা মিলবে।
মীন-আজ মনের উদ্বেগ কম রাখার চেষ্টা করতে হবে, সেজন্য সৎসঙ্গ ও ভজন শোনা লাভজনক হতে পারে। ক্রোধী স্বভাব বদলানোর চেষ্টা করুন। নজর রাখুন, এই স্বভাব যেন বাড়ি বা কর্মস্থলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না করে। সম্পদের অনাবশ্যক ব্যবহার এড়িয়ে চলতে হবে, নাহলে আর্থিক ক্ষতির আশঙ্কা। ব্যবসায় লোকসানের আশঙ্কা। পড়ুয়ারা অকারণ কাজে সময় অপচয় করতে পারেন। ত্বক সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে। পরিবারে কোনও ভুল কথাকে সমর্থন করবেন না।
কুম্ভ-আজ জীবন দর্শনের নতুন দৃষ্টিকোণ তৈরি হতে পারে। বড় লগ্নিতে লোকসানের আশঙ্কা। কোনওভাবেই সময়ের অপচয় করবেন না। অফিসের কাজে আরও বেশি পরিশ্রমের প্রয়োজন। খুচরো ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। আর্থিক হাল ফেরারও সম্ভাবনা রয়েছে। তরুণদের অনাবশ্যক যাত্রা থেকে বিরত থাকতে হবে। আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত অসুখ ভোগাতে পারে। বিদেশ বসবাসকারী বন্ধু ও আত্মীয়দের কুশল সংবাদ মিলতে পারে। মঙ্গলজনক কাজের রূপরেখা তৈরি হতে পারে।
মকর- ভেবেচিন্তে রাখা কাজে আজ সাফল্য মিলতে পারে। কঠোর পরিশ্রম আপনার ভাগ্যের সহায়ক হতে পারে। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। সিনিয়রদের কাছ থেকে উৎসাহ পাবেন। সামাজিক কাজেও ভালোভাবে অংশ নেওয়া দরকার। অভিভাবকরা সন্তানদের পড়াশোনার দিকে খেয়াল রাখুন। পরিবারের সঙ্গে সময় কাটান। দাম্পত্য জীবনে কোনও সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করুন।
ধনু- আজ আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকতে পারে। গুরুত্বপূর্ণ কাজ পরবর্তী দিনের জন্য ছেড়ে রাখতে পারেন। চাকরিজীবীদের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা মজবুত করতে হবে। প্রশাসনের সঙ্গে যুক্তদের উদ্দেশ্য প্রাপ্তিযোগ। মেডিক্যাল পেশার সঙ্গে যুক্তদের দিনটি লাভজনক। পড়ুয়ারা সৃষ্টিশীল চিন্তাভাবনায় প্রভাবিত হতে পারেন। সেইসঙ্গে বাড়বে শেখার ইচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। কোনও শুভকাজে পরিবারের লোকজন একত্রিত হতে পারেন।
বৃশ্চিক- কোনও কথায় রুষ্ট হওয়া আপনার ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে। কর্মক্ষেত্র আপডেট রাখতে উচ্চশিক্ষার যোগ রয়েছে। নতুন চাকরির ইন্টারভিউ থাকলে পূর্ণ প্রস্তুতি নিয়ে যান। ব্যবসায় বিরোধীরা সক্রিয় হতে পারে। ছোটদের পথপ্রদর্শন করুন। স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে। স্বাস্থ্য খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নিন। পরিবারে সুসম্পর্ক বজায় থাকবে।
তুলা- আজ বড় কোনও চুক্তি বা লগ্নি করতে চাইলে গুরুজনদের পরামর্শ নিয়েই এগোন। উৎসাহ ও প্রসন্নতায় দিন কাটবে। যে বন্ধুদের সঙ্গে অনেকদিন কথা হয়নি, তাঁদের সঙ্গে সম্পর্ক বাড়াতে পারবেন। অফিসিয়াল কাজকর্ম স্বাভাবিক থাকবে। নতুন কেরিয়ারের ব্যাপারে শলা-পরামর্শ করে সিদ্ধান্ত নিন। ব্যবসায়ীরা পুরানো লগ্নি থেকে লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে মনের কথা শেয়ার করতে পারেন। দান-ধ্যানে ঝোঁক থাকবে।
কন্যা- আজ কাজে বাধার সমস্যা দূর হতে পারে। সেইসঙ্গে দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা করতে হবে। প্রযুক্তির মাধ্যমে অফিসের কাজ পূরণ হতে পারে। ব্যাঙ্কের সঙ্গে যুক্তদের পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায়ীরা আইনি জট থেকে কিছু সময়ের জন্য রেহাই পাবেন। পৈতৃক ব্যবসায় পিতার পরামর্শকে অগ্রাধিকার দিন। চোখে জল পড়া ও জ্বালার মতো সমস্যা হতে পারে। কেউ আত্মমর্যাদায় আঘাত করতে পারেন। ছোটখাটো কথাবার্তাকে গুরুত্ব দেবেন না।
সিংহ- কোনও বাধা ছাড়াই আজ কাজ সম্পূর্ণ করতে পারবেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের কথা শুনুন। অযথা বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। চিকিৎসক হলে কিছু রোগীদের নিখরচায় চিকিৎসা করলে পূণ্য বৃদ্ধি হবে। ব্যবসায়িক সমঝোতা নিয়ে সাফল্য। যদিও ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে পিঠের সমস্যা ভোগাতে পারে। বিবাহযোগ্যদের বিয়ের কথা পাকা হতে পারে। যদিও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না।
কর্কট- সমাজে প্রতিপত্তি বাড়বে। আপনার ইতিবাচক কাজে লোকজন উৎসাহ পাবেন। অফিসে নিজের প্রচেষ্টায় কাজদক্ষতা বাড়াতে পারবেন। ব্যবসায়ীয়া ভাই-বোনের সহযোগিতা পাবেন। ব্যবসা বৃদ্ধির কাজে সাফল্য পাবেন। গুরুতর অসুস্থতা নিয়ে সচেতন থাকতে হবে। চিকিৎসা চললে কোনওরকম গাফিলতি করা যাবে না। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। তাঁর সঙ্গে সময় কাটান। অতিথি এলে যথাযথ আতিথেয়তা করুন।
মিথুন- নিজের লোকজনের সঙ্গে কাটানো সময় স্মরণীয় হয়ে থাকতে পারে। সফটওয়ারের সঙ্গে যুক্তদের লাভজনক প্রোজেক্ট মিলবে। ব্যবসায়ীদের বাকসংযম বজায় রাখতে হবে। পড়ুয়াদের উচ্চশিক্ষায় বাধা দূর হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। বাবা কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে পারেন। সংসার খরচ বাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -