Weekly Horoscope : কাজের জায়গায় মারাত্মক ভুল হতে পারে মিথুনের ! সপ্তাহটা কেমন কাটবে আপনার ?
মেষ : কাজের জায়গায় ইতিবাচক পরিবেশ থাকবে এসপ্তাহে। শান্তি বজায় থাকবে। অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ। বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগে উপকৃত হবেন। সুস্থ থাকতে পর্যাপ্ত বিশ্রাম নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ : যে কাজ হাতে নেবেন, তাতে মনোযোগ দিন। কারও কাছে যাওয়ার পরিবর্তে, সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। শিক্ষকদের ছাত্রদের আরও সাহায্য করতে হবে। ব্লাড সুগার চেক করুন।
মিথুন : এ সপ্তাহে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা করুন। যা আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে। কাজের জায়গায় এমন কোনও ভুল হতে পারে যা আপনার সুনামে দাগ ফেলবে। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যায় পড়তে পারেন। ঋতু পরিবর্তনের কারণে ছোটখাট শারীরিক সমস্যা হতে পারে।
কর্কট : পেশাগত ক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ। সিনিয়রদের থেকে জ্ঞান লাভের পর, নতুন পরিকল্পনা করবেন। কোনও তাৎপর্যপূর্ণ কাজ শুরুর আগে, বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। দাঁতের সমস্যায় ভুগতে পারেন।
সিংহ : চলতি সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার আইডিয়া পছন্দ হবে সিনিয়রদের। বাড়িতে কোনও অনুষ্ঠানের সম্ভাবনা। এ সপ্তাহে ছাত্ররা বড়সড় সাফল্য পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। পরিবারে চিকিৎসা বাবদ খরচ বাড়তে পারে। কানের সংক্রমণ হতে পারে।
কন্যা : কর্মজীবনে সাফল্য পাবেন। প্রোমোশন পেতে পারেন। শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমে ভর করে, অনেক কাজ করতে সক্ষম হবেন। বিশ্বাস করেন এমন কেউ প্রতারণা করতে পারেন। অতিরিক্ত পড়ার চাপে উদ্বেগ বাড়তে পারে।
তুলা : নেতিবাচক চিন্তা না করে সব সমস্যার সৃষ্টিশীল সমাধান করার চেষ্টা করা উচিত। অতীতের থেকে লক্ষ্যমাত্রা বাড়বে। খরচ বাড়াবেন না। বাড়িতে কোনও তর্ক থেকে বিরত থাকুন। এ সপ্তাহে ছাত্রদের ব্যর্থতার বড় কারণ হবে তাদের আলস্য।
বৃশ্চিক : এ সপ্তাহে নিজের ব্যাপারে নিশ্চিত থাকবেন। কাজের জায়গায় নতুন প্রকল্পে সই করতে পারেন। অতীতের কোনও বিনিয়োগ থেকে লাভ। যা আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। সক্রিয় লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করুন।
ধনু : এ সপ্তাহটা ব্যস্ততম। কোনও বিষয়ে পরিবারের আপনার সময়ের প্রয়োজন। বাবার শরীর খারাপ হতে পারে। এ সপ্তাহে চাকরিজীবীদের পক্ষে সমস্যাবহুল। ব্যবসায়ীরাও সমস্যায় পড়তে পারেন। ধৈর্য্য ধরুন।
মকর : ব্যস্ত শিডিউল থেকে সাময়িক বিরতি নিন। অন্যথা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন। বিভিন্ন ক্ষেত্র থেকে আয় হতে পারে। ঊর্ধ্বতন ও নিচুস্তরের কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন। পরিবারের আনন্দের জন্য টাকা খরচ করবেন। ছাত্ররা সাফল্য পাবে।
কুম্ভ : এ সপ্তাহে জীবনে কিছু সুযোগ আসবে। পেশার কারণে বিদেশ যেতে হতে পারে। ভাল প্যাকেজের চাকরি পেতে পারেন। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। ফলে, ধর্মীয় কোনও স্থানে সপরিবারে বেড়াতে যাওয়ার পরকল্পনা করতে পারেন। হাড় ও জয়েন্টে সমস্যা দেখা দিতে পারে।
মীন : যে ভাবে আপনি কাজ করেন, এ সপ্তাহে তা পাল্টাবেন। কোনও কোম্পানির সঙ্গে যুক্ত থাকলে লাভবান হতে পারেন। অপ্রত্যাশিত খরচে আপনার বাজেট অতিক্রম করে যেতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের অবনতির কারণে ছাত্রদের মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। স্ত্রী সঙ্গে বিবাদ দেখা দিতে পারে। চোখের সমস্যায় ভুগতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -