Shanidev: প্রভাব বিস্তারের আগে শনি দেন মহারোষের ৫ ইঙ্গিত! কুদৃষ্টিতে জেরবার হয় জীবন
সামান্য কোনও ভুল ত্রুটি হলেই শনিদেব রুষ্ট হন। প্রতিটি জাতক জাতিকাকে তিনি তার কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। শনির কুপ্রভাবে আর্থিক অনটন ও দুর্ঘটনা থেকে শুরু করে নানা ধরনের বিপর্যয় নেমে আসে সেই জাতকের জীবনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে কোনও সম্পন্ন হতে চলা কাজও শনির কুপ্রভাবে নষ্ট হয়ে যায়। এই কারণেই জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেবকে তুষ্ট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। জ্যোতিষ গণনা অনুসারে দেখা যাচ্ছে বর্তমানে শনিদেব অবস্থান করছেন তার নিজস্ব রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে। নতুন বছরেও শনিদেব এই কুম্ভ রাশিতেই বিরাজ করবেন।
এই সময়কালে অনেকের উপরেই পড়তে চলেছে শনির প্রভাব। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় শনির কুপ্রভাব যদি কোনো জাতক জাতিকার উপর পড়ে তবে আগে থেকেই তিনি কয়েকটি লক্ষণের মাধ্যমে শনির রোষের কথা জানতে পারেন।
শনি দেবের খারাপ প্রভাব জীবনে পড়লে, তার প্রভাবে কোনও মানুষ মাদকাসক্ত হয়ে পড়েন। এই কারণে বাড়িতে পরিবারের সদস্যদের মধ্যে নানা ধরনের ঝগড়া অশান্তির সৃষ্টি হয়। এছাড়া এই অবস্থার মধ্যে সঙ্গীর বিশ্বাসঘাতকতার শিকারও হতে হয়।
শনির রোষের প্রভাবে প্রায় সম্পন্ন হতে চলা কোনও কাজ নষ্ট হয়ে যায় । এর ফলে স্বাভাবিক ভাবেই সেই জাতক জাতিকার মনে হতাশা ও অবসাদ জন্ম নেয়।
জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞদের মত অনুসারে যেসব ব্যক্তির জন্ম কুণ্ডলীতে শনির সাড়ে সাতি বা ধইয়ার প্রভাব বিস্তার লাভ করতে চলেছে বা তারা ইতিমধ্যেই এগুলির ফল ভোগ করছেন তারা সব সময় বিভিন্ন ধরনের দুশ্চিন্তার সম্মুখীন হন। প্রতিটি কাজের ক্ষেত্রেই তারা নিজেদের ক্লান্ত ও অবসন্ন অনুভব করেন।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় শনিদেবের কু প্রভাব যদি কোনো জাতকের উপর প্রভাব বিস্তার করে তবে শারীরিক দিক থেকে তিনি এই সংকেত বুঝতে পারেন। ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -