Shanidev : শনির সাড়ে সাতি দশা শুরু হবে কোন কোন রাশির? কীভাবে কাটাবেন দুর্যোগ?
হিন্দুধর্মে, প্রতিটি দিনই এক বা একাধিক দেবতাকে উত্সর্গ করা হয়। শনিবার শনিদেব এবং হনুমানজীকে উৎসর্গ করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপঞ্চাঙ্গ অনুসারে, ১৭ জানুয়ারি, ২০২৩ মঙ্গলবার, শনি একটি ঘর থেকে বেরিয়ে দ্বিতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে।
বলা হয়, শনি একেক রাশি অতিক্রম করতে সময় লাগায় আড়াই বছর। তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর। সে জন্যই একে শনির ‘সাড়ে সাতি’ বলা হয়।
শনি কুম্ভ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই মীন এবং বৃশ্চিক এবং কর্কট রাশির শনির সাড়ে সাতি কাল শুরু হবে।
এই পরিস্থিতিতে, শনি কুম্ভ রাশিতে প্রবেশের আগে শনিবার়ই এই ব্যবস্থাগুলি করে ফেলুন। এতে শনির সাড়ে বারো বছরের প্রভাব কমবে বলে মনে করা হচ্ছে।
শনি মন্দিরে যান এবং শনিদেবকে সরিষার তেল নিবেদন করুন এবং নিয়মিত ১১ টি ছায়া প্রদান করুন।
শনিবার তৈরি করুন কালো অড়হড় ডালের খিচুড়ি। এর পরে, কাছের শনি মন্দিরে যান এবং শনিদেবের পূজা করুন এবং দেবতাকে এই খিচুড়ি নিবেদন করুন। এরপর সেই খিচুড়ি সকলকে পরিবেশন করুন।
শনিবার শনি চালিসা ও শনি মন্ত্র জপ করুন। শনিবার ১০৮ বার হনুমান মহামন্ত্র জপ করুন
শনি মহাদশা, সাড়ে সাতি ও ধইয়ে আক্রান্ত ব্যক্তিকে শনিবার একটি কালো কাপড়ে সুরমা কাজল, কয়লা, কালো অড়হড়, কালো তিল বেঁধে দিতে হবে। তারপর শনি মহাদশা, সাড়েসাতি ও ধইয়ে আক্রান্ত ব্যক্তির মাথায় ছুঁইয়ে ভাসিয়ে দিতে হবে নদীতে।
কুষ্ঠ রোগীদের সেবা করুন, ওষুধ ও ব্যান্ডেজ দান করুন। সদর দরজায় ঝোলান ঘোড়ার নাল লাগান। তাতে সিঁদুর দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -