Astrology: ভাগ্যের দরজা খুলছে বুধে, অর্থ-প্রেমের জোয়ারে প্রায় ১ মাস 'ভাসবে' এই ৫ রাশি; মিলবে বৈষয়িক সুখও
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মানুষের কুণ্ডলীতে মোট নয়টি গ্রহ রয়েছে। নয়টি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে একটি রাশি থেকে অন্য রাশিতে অবস্থান পরিবর্তন করতে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের এই রাশি পরিবর্তন ব্যক্তির জীবনের পাশাপাশি দেশ ও বিশ্বের উপর শুভ-অশুভ প্রভাব ফেলে।
২০২৪ সালের সেপ্টেম্বরে মাসে ধন, সম্পত্তি এবং ঐশ্বর্যের দাতা শুক্র তার নিজস্ব রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। শুক্রের এই ট্রানজিটটি পরশু ১৮ সেপ্টেম্বর হবে। সম্পদ, সম্পত্তি এবং ঐশ্বর্যের দাতা শুক্র একটি রাশিতে প্রায় ২৬ দিন অবস্থান করে এবং তার পরে রাশিচক্র পরিবর্তন করে। শুক্রের এই ট্রানজিট ১২টি রাশিকেই প্রভাবিত করবে।
শুক্র আগামী বুধবার সকাল সাড়ে ৮টায় তুলা রাশিতে প্রবেশ করবে। যার জেরে কিছু রাশির ভাগ্য খুলে যাবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সম্পত্তি ও ব্যবসায় উন্নতি।
মেষ রাশি - শুক্রের রাশি পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক জাতিকারা নারী সংক্রান্ত সুবিধা পাবেন। এই সময়ে মেষ রাশির জাতক-জাতিকার সম্পর্ক গড়ে উঠতে পারে বা মেষ রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবন ভাল যাবে।
কর্কট রাশি- এই রাশির জাতকদের আর্থিক স্থিতি মজবুত হবে। সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বাহন সুখও মিলতে পারে।
সিংহ রাশি - নিজের রাশি তুলাতে প্রবেশ করছে শুক্র। যা সিংহ রাশির জাতকদের জন্য ভাল হবে। এই সময়কালে, সিংহ রাশির জাতকরা বন্ধুদের দ্বারা উপকৃত হবেন। বন্ধুদের দেওয়া সাহায্য বা সহায়তা থেকে বিশেষ সুবিধা পাবেন।
তুলা রাশি - শুক্র বৈষয়িক সুখের দাতা, তাই তুলা রাশির জাতকরা বৈষয়িক সুখ পাবেন। শুক্রের নিজস্ব রাশিতে প্রবেশের কারণে মালব্য যোগ তৈরি হবে । তাই তুলা রাশির ব্যক্তিরা সব ধরনের আরাম, সম্পদ, সম্মান ইত্যাদি পাবেন।
কুম্ভ রাশি - শুক্রের এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির জাতকদের জন্য ভাল হতে টলেছে। কর্ম সংক্রান্ত ভাল ফল মিলবে। বিশেষ ফল পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -