Zodiac Signs: সম্পর্কে একনিষ্ঠ এঁরা, কারও বিশ্বাস ভাঙা ধাতে সয় না এই রাশির জাতকদের
বিশ্বাস করেও অনেক সময় ঠকতে হয় আমাদের। আর একবার বিশ্বাস ভেঙে গেলে, সহজে আর জন্মায় না। কাউকে বিশ্বাস করতে পারি না আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে কিছু রাশির মানুষ এক্ষেত্রে একেবারে ব্যতিক্রম। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, এঁরা কারও বিশ্বাস ভাঙেন না।
সিংহ রাশি: প্রেমের সম্পর্ক হোক বা বন্ধুকে দেওয়া কথা, নিজেকে উজাড় করে দেন সিংহ রাশির জাতকরা। বাস্তব সম্পর্কে ওয়াকিবহাল এঁরা। জানেন, জীবন পরীক্ষা নেয়। তাও নিজের অবস্থান থেকে বিচ্যুতি ঘটে না।
সিংহ রাশির জাতকরা যে কোনও সম্পর্কেই স্থিরতা চান। পছন্দের মানুষের বিশ্বাস অর্জন করাই নয় শুধু, সেই বিশ্বাস ধরে রাখাই লক্ষ্য এঁদের।
মেষ রাশি: একবার কথা দিলে, কারও কাঁধে হাত রাখলে, কোনও পরিস্থিতিতেই মুখ ফেরান না মেষ রাশির জাতকরা। বন্ধু হোক বা পরিবার অথবা ভালবাসার মানুষ, নিজের জনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এঁরা।
সমস্যা থেকে বেরোতে শর্টকাট খোঁজেন না মেষ রাশির জাতকরা। ভুল বোঝাবুঝির কোনও অবকাশই তৈরি হতে দিতে চান না। সামনের জন রাগের মাথায় হাজার কথা শোনালেও, ধৈর্য ধরে রাখেন এঁরা। নিজেরবৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকরা একটি জটিল প্রকৃতির হন। তবে নিজের মানুষকে নিয়ে এঁরা বেশ রক্ষণাত্মক। কোনও পরিস্থিতিতেই তাঁদের গায়ে আঁচ লাগতে দিতে চান না। বিশ্বস্ত হওয়ার প্রমাণ দেন কাজের মাধ্যমেই।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকরা একটি জটিল প্রকৃতির হন। তবে নিজের মানুষকে নিয়ে এঁরা বেশ রক্ষণাত্মক। কোনও পরিস্থিতিতেই তাঁদের গায়ে আঁচ লাগতে দিতে চান না।
সম্পর্কে নিজের বিশ্বস্ততা তুলে ধরতেও খামতি রাখেন না বৃশ্চিক রাশি। সামনের জন যাতে নির্ভয়ে, নিশ্চিন্তে তাঁদের কাছে নিজেকে উজাড় করে দিতে পারেন, সেই পরিবেশ তৈরি করেন বৃশ্চিক রাশির জাতকরা। কখনও বিশ্বাস ভাঙেন না এঁরা।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকরা এমনিতে ছটফটে, বেশ মিশুকে। হাসি-খুশি থাকতে শুরু করেন। কিন্তু কোন বিষয়কে গুরুত্ব দেবেন, আর কোন বিষয়কে, নয়, তা বিলক্ষণ বোঝেন।
তাই নিজের কাছের মানুষদের আগলে রাখেন মিথুন রাশির জাতকরা। বিশ্বাসঘাতকতা এঁদের ধাতে সয় না। সবার কাছে আশাহত হতে হলেও, মিথুন রাশির জাতকদের ভরসা করা যায়। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -