Shani Dev : শনির সাড়ে সাতি চলছে, ২৪ ডিসেম্বর, এই বিশেষ দিনেই এভাবে তুষ্ট করুন শনিকে
জীবনে শনিদেবের কৃপা বিশেষ গুরুত্ব, শনি অশুভ হলে শনি প্রদোষ ব্রতে উপবাস ও পুজো করলে উপকার হয়, জেনে নিন ডিসেম্বরে প্রদোষ কখন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৪ ডিসেম্বর একটি বিশেষ দিন। এদিন প্রদোষ উপবাস পালন করা হবে। এটাই হবে বছরের শেষ প্রদোষ উপবাস।
এই দিনে শিব স্তূতি পাঠ করলে শনিদেবের রাহু ও কেতুর ক্রোধ ও কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও, ব্যক্তি জীবনে সমৃদ্ধি আসে।
২৪ শে ডিসেম্বরের প্রদোষ ব্রত, এই বছরের শেষ প্রদোষ ব্রত।এই প্রদোষ ব্রতটি এবার রবিবার পড়েছে। তাই এই ব্রতকে রবি প্রদোষ ব্রত বলা যায়।
যাঁরা শনির সাড়েসাতি ও শনির ধাইয়ার প্রভাবে আছেন, তারা যদি রবি প্রদোষ উপবাস রাখেন ও ভগবান শিব শঙ্করের পুজো করেন, তাহলে শনির প্রকোপ থেকে মুক্তি পাবেন।
শনির দুই অবস্থানকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। সাড়ে সাতি ও ধাইয়া। এই দুই অবস্থানকে শনির অন্যতম বেদনাদায়ক অবস্থা বলে মনে করা হয়। বর্তমানে শনির এই অবস্থানটি ৫টি রাশিতে রয়েছে।
শনিদেব তাঁর তপস্যার দ্বারা শিবকে বর দিতে বাধ্য করেছিলেন।শিব বর দিয়েছিলেন, শুধু মানুষ নয়, দেবতা ও অসুররাও আপনাকে ভয় পাবেন। এই কারণেই শনির দৃষ্টি থেকে কেউ রেহাই পায় না।
শনিবার শনিকথা শুনলে এবং পাঠ করলে শনিদেব প্রসন্ন হন এবং তাঁর মনোবাঞ্ছা পূরণ করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -