এক্সপ্লোর
Skoda Slavia vs Hyundai Verna: স্লাভিয়া বনাম ভার্নার যুদ্ধে এগিয়ে কে ? ছবি দেখে বুঝে নিন ফারাক
Skoda Slavia vs Hyundai Verna
1/5

১৮ নভেম্বর ভারতে তাদের নতুন মাঝারি আয়তনের সেডান স্লাভিয়া লঞ্চ করেছে Skoda৷ লঞ্চের পর থেকেই গাড়ি বাজারের শিরোনামে রয়েছে এই সেডান। বাজারে এর প্রধান প্রতিযোগী Honda City, Hyundai Verna ও Maruti Suzuki Ciaz। এই তিনটি গাড়ি একই সেগমেন্টের মধ্যে পড়ে। দেখে নিন হুন্ডাই ভার্নার সঙ্গে স্কোডা স্লাভিয়ার পার্থ্যক্য। আশা করি, স্লাভিয়া ও ভার্নার তুলনামূলক আলোচনার পর আপনি নিজস্ব মতামত তৈরি করতে সক্ষম হবেন।
2/5

ইঞ্জিন --- Skoda Slavia-য় রয়েছে 1.0-লিটার থ্রি-সিলিন্ডার TSI পেট্রোল ইঞ্জিন। MQB A0 IN আর্কিটেকচারের উপর ভিত্তি গড়ে উঠেছে এই গাড়ি। এতে অন্য ভ্যারিয়েন্টে 1.5-লিটার TSI পেট্রোল ইঞ্জিনও দেওয়া হয়েছে। যা সেডানে 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন 113bhp শক্তি উৎপন্ন করার পাশাপাশি সর্বোচ্চ 175 Nm টর্ক দেয়। এই গাড়িতে আপনি ৬স্পিড ম্যানুয়াল ও ৬ স্পিড অটোমেটিক গিয়ারবক্সের অপশন পাবেন।
Published at : 26 Nov 2021 05:15 PM (IST)
আরও দেখুন






















