এক্সপ্লোর
Tata Technologies IPO: বাজারে আসার আগেই গ্রে মার্কেটে দুরন্ত গতি টাটার এই IPO-র
Tata
1/10

Tata Technologies IPO: প্রায় দুই দশক পর শেয়ার বাজারে নামতে চলেছে টাটা গ্রুপের একটি নতুন কোম্পানি। টাটা গ্রুপের এই কোম্পানির নাম টাটা টেকনোলজিস আইপিও (Tata Technologies IPO)। টাটার এই আইপিও এখনও ঘোষণা হয়নি। তবে গ্রে মার্কেটে ইতিমধ্য়েই রেকর্ড গড়তে শুরু করেছে এর দাম।
2/10

শেষবার টাটা গ্রুপের আইপিও এসেছিল 19 বছর আগে। সেই সময়ে 2004 সালে টাটা গ্রুপের আইটি সংস্থা টিসিএস-এর একটি আইপিও ছিল। টিসিএস-এর আইপিও বাজারে প্রচুর আগ্রহ তৈরি করেছিল। এখন এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম তালিকাভুক্ত সংস্থা। এই কারণেই প্রতিটি বিভাগের বিনিয়োগকারীরা টাটা গ্রুপের নতুন আইপিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
Published at : 16 Aug 2023 09:41 AM (IST)
আরও দেখুন






















