Durga Puja 2021 : পুজোর আগে বদলে যাওয়া শহরচিত্র এবার সল্টলেকের এই পুজোর মণ্ডপসজ্জায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Sep 2021 07:34 AM (IST)
1
শহর কলকাতা। এ শহরের একই অঙ্গে বহু রূপ। কিন্তু পুজোর সময় এই শহর যেন ঝলমলিয়ে ওঠে। ধরা দেয় অন্য রূপে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
পুজোর পাঁচটি দিন তো বটেই, পুজোর প্রস্তুতির ছবিটা আরও আকর্ষক।
3
এ শহরেরই রূপ এবার সল্টলেকের এই পুজোর মণ্ডপসজ্জায়।
4
সল্টলেক এই ব্লক পার্ট ওয়ানের পুজোর থিম এবার নগরদর্পণ।
5
শহর সেজে উঠছে। পটুয়ার ঘরে তৈরি হচ্ছেন মা। এই ছবি তারই প্রতিফলন।
6
পুজোর শহর মানেই চারিদিকে রং আর রং। তাই সল্টলেকের এই পুজোর সাজও খুব রঙিন।
7
মণ্ডপসজ্জার কাজ চলেছে পুরোদমে
8
মণ্ডপ যেন এক খণ্ড শহর কলকাতা
9
দিকে দিকে শহরের প্রাণের স্পর্শ
10
আপাতত জোরকদমে চলছে প্রস্তুতি ও দিন গোনার পালা
11
ছবি ও তথ্য - অরিত্রিক ভট্টাচার্য
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -