এক্সপ্লোর
Arpita Mukherjee Property : কোটি কোটি টাকা, ৮ টি ফ্ল্যাট, পার্লার, অর্পিতার সম্পত্তির হিসেব শুনলে চমকে যাবেন !
অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার টাকা-গয়নার মধ্যে মিলল শিক্ষা দফতরের খাম। বাড়ি ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা।
অর্পিতা মুখোপাধ্যায়
1/9

কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়। এর মধ্যে পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লার বন্ধ। বরানগরের বিটি রোডে নেল আর্টের পার্লারের ম্যানেজার জানিয়েছেন, প্রায়ই আসতেন অর্পিতা।
2/9

বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে পৈতৃক বাড়ি অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁর মা মিনতি মুখোপাধ্যায়ের দাবি, মডেলিং করতেন অর্পিতা। ওড়িশার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। সিনেমা প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন।
Published at : 23 Jul 2022 03:13 PM (IST)
আরও দেখুন






















