এক্সপ্লোর
Rammandir Bhumi Puja: ফলকের সামনে রামলালার মূর্তি, মহাসমারোহে রামমন্দিরের ভূমিপুজোর আয়োজন
Murshidabad News: হুয়ায়ুন কবীরকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল বলে দাবি বঙ্গীয় হিন্দু সেনার তরফে দাবি করা হলেও তা উড়িয়ে দিলেন হুমায়ুন কবীর।

ফাইল ছবি
1/9

অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয়েছিল গতবছর ২২ জানুয়ারি। আর ঠিক একবছর পর সেই ২২ জানুয়ারি মুর্শিদাবাদে ভূমিপুজো হল রামমন্দিরের। ধুমধাম করে হল শিলান্যাস অনুষ্ঠান।
2/9

বসানো হয়ে গেছে ফলক, ফলকের সামনে রাখা হয়েছে রামলালার ছোট্ট মূর্তি, ফুল-ফল-মিষ্টি দিয়ে আয়োজন করা হয়েছে পুজোর। বুধবার মুর্শিদাবাদে হয়ে গেল রাম মন্দিরের ভূমিপুজো।
3/9

গত বছর এই দিনেই উদ্বোধন হয়েছিল অযোধ্য়ার রাম মন্দিরের। তার বর্ষপূর্তির দিনেই, প্রায় সাড়ে ৮০০ কিলোমিটার দূরে, ভূমিপুজো হল আরেক রামমন্দিরের।
4/9

সাগরদিঘির অলঙ্কার গ্রামে ভূমি পুজোয় আমন্ত্রিতদের তালিকায় ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস ও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
5/9

সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পরদিনই পাল্টা রামমন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা।
6/9

সেইমতো, তৈরি হয় ট্রাস্ট। মুর্শিদাবাদের সাগরদিঘির অলঙ্কার গ্রামে প্রায় ২ বিঘা জমিতে রামমন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। বুধবার সেখানেই হল ভূমিপুজো।
7/9

যদিও রামমন্দির তৈরির নেপথ্যে রাজনীতির কোনও যোগ নেই বলে বক্তব্য বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা সভাপতি অম্বিকানন্দ মহারাজ।
8/9

অম্বিকানন্দ মহারাজ বলেন, "অনেকেই এটাকে ভোট রাজনীতি বা রাজনৈতিক বিষয় বলছেন। আমাদের এখানে কোনও রাজনৈতিক ক্ষমতা দখলের বিষয় নেই। তাই আমরা রামমন্দিরের সঙ্গে রাজনীতিকে সম্পৃক্ত করব না। এই রামমন্দিরের কাজ, নির্ধারিত সময়েই, আমরা যেমন যেমন অর্থসাহায্য পাব, সেভাবেই এগিয়ে নিয়ে যাব।''
9/9

চলতি বছরেই দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। এই আবহেই এবার মুর্শিদাবাদে রামনন্দিরের ভূমিপুজো হল। মুর্শিদাবাদে এই রামমন্দিরের জন্য জমি দিয়েছেন প্রাক্তন সেনাকর্মী। দান করেছেন ১১ শতক জমি।
Published at : 23 Jan 2025 08:38 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
