এক্সপ্লোর
Rashmika Mandanna: ৩ বছরের জেল, জরিমানা! রশ্মিকা মান্দানার 'ভাইরাল ভিডিও' কাণ্ডে কড়া সরকার
Deepfake Viral Content: 'ডিপফেক এআই টেকনোলজি' হচ্ছে এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যার সাহায্যে অত্যন্ত বাস্তবসম্মত, বেশিরভাগ ক্ষেত্রে বিভ্রান্তিকর, ডিজিট্যাল কনটেন্ট তৈরি করা যায়।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

রশ্মিকা মান্দানার মুখ নিয়ে তা প্রযুক্তিগত কারচুপি করে অপর একজনের শরীরে বসিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। 'ডিপফেক' ভিডিওকাণ্ডে শোরগোল পড়ে যায় গোটা দেশে।
2/10

এই ঘটনায় অভিনেত্রীর প্রতিক্রিয়া জানানোর আগেই তাঁর পাশে দাঁড়ান বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। সরকারের তরফে কড়া পদক্ষেপের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
3/10

রশ্মিকার পাশে দাঁড়ান ম্রুণাল ঠাকুর, নাগা চৈতন্য, বিজয় দেবেরাকোণ্ডা, চিন্ময়ী শ্রীপদার মতো তারকা অভিনেতারা। সকলের মতেই আইনি কড়া পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারে।
4/10

কড়া পদক্ষেপ নেওয়াও হয়েছে সরকারের তরফে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে পাঠানো হয়েছে কড়া নির্দেশিকা।
5/10

সরকারের তরফে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে 'ডিপফেক' ভিডিও যাঁরা তৈরি করবে, ধরা পড়লে ৩ বছরের জেল হতে পারে।
6/10

শুধু এখানেই শেষ নয়। 'ডিপফেক' ভিডিও বা কনটেন্ট তৈরি করলে, ক্রিয়েটরকে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানাও।
7/10

অন্য ব্যক্তির বেশ ধারণ করে এমন কোনও বিষয়বস্তু হোস্ট না করার জন্য এবং আইন অনুযায়ী অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অবিলম্বে এই ধরনের বিষয়বস্তু প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার জন্য ব্যবহারকারীদের জানানোর জন্য তাদের অনুরোধ করা হয়েছে।
8/10

এই আবহে একই কাণ্ডের শিকার ক্যাটরিনা কাইফও। দিন দুয়েকের ব্যবধানেই এক কাণ্ড। 'টাইগার ৩' সিনেমার একটি লুক থেকে ক্যাটরিনার 'ডিপফেক' ছবি তৈরি করে ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
9/10

সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'টাইগার ৩' ছবির ট্রেলার, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে সলমন খান ও ক্যাটরিনা কাইফ। সেখানেই একটি দৃশ্যে দেখা যায় যে হামামের মধ্যে তোয়ালে পরে অ্যাকশন সিক্যোয়েন্স করছেন বলিউডের প্রিয় ক্যাট। সেই দৃশ্য থেকেই একটি ছবি হয়েছে ভাইরাল।
10/10

সেই ছবিতে দেখা যাচ্ছে একই পোজে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী কিন্তু তাঁর পোশাক ভিন্ন। আসলে যা পরেছিলেন অভিনেত্রী, 'ডিপফেক' করে তোয়ালে ঢাকা অংশের পরিমাণ অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। যদিও সেই ভুয়ো ছবি এখন মুছে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে।
Published at : 09 Nov 2023 12:42 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























