নতুন বছরে নতুন লুকসে ক্যামেরার সামনে অনন্যা
নতুন বছরে নিজের ভক্তদের নতুন লুকসে চমক দেখালেন অনন্যা পাণ্ডে। বলিউডের এই সময়ের উঠতি অভিনেত্রী অনন্যা। (সব ছবি অনন্যার ইনস্টাগ্রাম))
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি কিছু ফটোশ্যুট করেছিলেন অনন্যা। সেই ছবিগুলো নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে দিয়েছেন তিনি। সেখানেই একেবারে অন্যরকম লাগছে তাঁকে।
একেবারে কিলার লুকস ছিল অনন্যার। বাদামি রংয়ের বুট ও বডিকন স্কার্ট ছিল তাঁর পরনে। বেশ ভাইরাল হয়েছে ছবিগুলো।
ব্যাকলেস পোশাকে তার অনন্যাকে আরও বেশি হট লাগছে। অনন্যা ছবির ক্যাপশনে লিখেছেন, নতুন বছর, নতুন আমি?
অনন্যা তাঁর আসন্ন ছবি 'গেহরাইয়ান'-এর প্রস্তুতি সারছেন। ফেব্রুয়ারিতে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। শাকুন বাত্রা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।
কানাঘুষো শোনা যাচ্ছে যে ঈশান খট্টরের সঙ্গে প্রেম করছেন অনন্যা। আর ২ জনেই কিছুদিন আগে রাজস্থানের রনথম্বোর ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন।
নতুন বছরের শুরুতেই রাজস্থান থেকে ফেরার পর অনন্যাকে বিমানবন্দরে ঈশানের সঙ্গে দেখা গিয়েছে।
অনন্যাকে করণ জোহরের পাওয়ার-প্যাকড বক্সিং ড্রামা 'লিগার: সালা ক্রসবিড'-এ বিজয় দেবেরকোন্ডার বিপরীতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন বক্সিং কিংবদন্তী মাইক টাইসন।
বলিউডে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবি দিয়ে পা রেখেছিলেন অনন্যা। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন টাইগার শ্রফ।
বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। বাবার ভীষণ কাছের তিনি। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন অনন্যা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -