নতুন বছরে নতুন লুকসে ক্যামেরার সামনে অনন্যা

নতুন লুকসে অনন্যা

1/10
নতুন বছরে নিজের ভক্তদের নতুন লুকসে চমক দেখালেন অনন্যা পাণ্ডে। বলিউডের এই সময়ের উঠতি অভিনেত্রী অনন্যা। (সব ছবি অনন্যার ইনস্টাগ্রাম))
2/10
সম্প্রতি কিছু ফটোশ্যুট করেছিলেন অনন্যা। সেই ছবিগুলো নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে দিয়েছেন তিনি। সেখানেই একেবারে অন্যরকম লাগছে তাঁকে।
3/10
একেবারে কিলার লুকস ছিল অনন্যার। বাদামি রংয়ের বুট ও বডিকন স্কার্ট ছিল তাঁর পরনে। বেশ ভাইরাল হয়েছে ছবিগুলো।
4/10
ব্যাকলেস পোশাকে তার অনন্যাকে আরও বেশি হট লাগছে। অনন্যা ছবির ক্যাপশনে লিখেছেন, "নতুন বছর, নতুন আমি?"
5/10
অনন্যা তাঁর আসন্ন ছবি 'গেহরাইয়ান'-এর প্রস্তুতি সারছেন। ফেব্রুয়ারিতে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। শাকুন বাত্রা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।
6/10
কানাঘুষো শোনা যাচ্ছে যে ঈশান খট্টরের সঙ্গে প্রেম করছেন অনন্যা। আর ২ জনেই কিছুদিন আগে রাজস্থানের রনথম্বোর ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন।
7/10
নতুন বছরের শুরুতেই রাজস্থান থেকে ফেরার পর অনন্যাকে বিমানবন্দরে ঈশানের সঙ্গে দেখা গিয়েছে।
8/10
অনন্যাকে করণ জোহরের পাওয়ার-প্যাকড বক্সিং ড্রামা 'লিগার: সালা ক্রসবিড'-এ বিজয় দেবেরকোন্ডার বিপরীতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন বক্সিং কিংবদন্তী মাইক টাইসন।
9/10
বলিউডে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবি দিয়ে পা রেখেছিলেন অনন্যা। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন টাইগার শ্রফ।
10/10
বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। বাবার ভীষণ কাছের তিনি। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন অনন্যা।
Sponsored Links by Taboola