Bollywood Actor that turned authors: ক্য়ামেরা থেকে কলমে মন দিয়েছেন যে বলিউড অভিনেতারা
ফিল্মি পরিবারের সদস্য় হয়েও নিজ দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ঋষি কপূর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর লেখা বইয়ের নাম 'খুল্লাম খুল্লা'। ২০১৭ সালে প্রকাশ্য়ে আসে এই বই।
বলিউডে কয়েক দশক ধরে দাপিয়ে রাজত্ব করছেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ।
তাঁর লেখা বইয়ের নাম 'অ্য়ান্ড দেন ওয়ান ডে: আ মেময়ির'। নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা অভিনেতা তুলে ধরেছেন এই বইতে।
ফিল্মি পরিবারের না হলেও নিজের যোগ্য়তায় বলিউডে মাটি শক্ত করেছিলেন ইমরাম হাসমি।
তাঁর লেখা বইয়ের নাম 'কিস অফ লাইফ'। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত মোকাবেলা করবেন? তাই এই বইয়ের বিষয়
বলিউডে তাঁর কেরিয়ার বেশিদিনের নয়। তবে টুইঙ্কেল খান্নার অনুরাগীদের সংখ্য়া নেহাত কম নয়।
তাঁর লেখা বইয়ের নাম 'মিসেস ফানিবোনস'। এটি একটি নন-ফিকশন বই।
বর্তমানে বলিউড অভিনেতাদের মধ্য়ে অন্য়তম আয়ুষ্মান খুরানা। বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয়ের জন্য় তিনি সিদ্ধহস্ত।
তাঁর লেখা বইয়ের নাম 'ক্র্য়াকিং দ্য় কোড:মাই জার্নি এই বলিউড'। বোঝাই যাচ্ছে নিজের বলিউড জার্নি নিয়ে এই বই লিখেছেন অভিনেতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -