Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Teachers' Day Special Films: শিক্ষক-ছাত্রের জমজমাট রসায়ন ফুটে উঠেছে বলিউডের এই ছবিগুলিতে
'সুপার ৩০'-ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। আনন্দ কুমারের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন জুনিয়র রোশন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনন্দ কুমার বাস্তব জীবনে একজন গণিতবিদ যিনি সুবিধাবঞ্চিত ছাত্রদের সম্মানজনক আইআইটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করার জন্য পরামর্শ দেন। এই চরিত্রকেই অনবদ্য়ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন হৃতিক।
আমির খান অভিনীত,'তারে জমিন পার' একটি ডিসলেক্সিক শিশু এবং তার শিল্প শিক্ষকের গল্প।
এই শিক্ষক পড়াশোনার বাইরে গিয়েও জীবনের যাবতীয় বাধা কাটিয়ে শিশুর মধ্য়ে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।
অমিতাভ বচ্চন এবং রানী মুখোপাধ্য়ায় অভিনীত 'ব্ল্যাক' ছবিতে অন্ধ ও বধির মেয়ে এবং তার শিক্ষকের মধ্যে সম্পর্কের রসায়ন দেখানো হয়।
সঞ্জয় লীলা ভনসালীর এই ছবি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা লাভ করে এই ছবি।
একজন বধির এবং মূক উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটার এবং তার পরামর্শদাতার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল 'ইকবাল'। মুখ্য় ভূমিকার অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ ও শ্রেয়স তোলপাড়ে।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্বপ্ন পূরণে পথ দেখাতে শ্রেয়স কীভাবে সাহায্য় করেছিল নাসিরুদ্দিন, সেটাই এই গল্পের বিষয়।
একজন ট্যুরেট সিনড্রোমে আক্রান্ত শিক্ষকের ভূমিকায় 'হিচকি' ছবিতে অভিনয় করেছেন রানি মুখোপাধ্য়ায়।
স্কুলের এক শ্রেনীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনা শেখানের চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি। এই ছবিও জায়গা করে নিয়েছিল সিনেপ্রেমীদের মনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -