Sid Kiara Wedding: কিয়ারা ও সিদ্ধার্থের বিয়েতে সাজছে ঘোড়া, ভালোবাসার গোলাপ ছড়াতে প্রস্তুত কামান

Sidharth Kiara Wedding Updates: সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক আয়োজন তুঙ্গে, দুজনেই আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন। বিয়েতে ভালোবাসা গোলাপ ছড়াতে প্রস্তুত কামানও।

কিয়ারা ও সিদ্ধার্থের বিয়েতে সাজছে ঘোড়া, ভালোবাসার গোলাপ ছড়াতে প্রস্তুত কামান

1/10
সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক আয়োজন তুঙ্গে, দুজনেই আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন।
2/10
আর তাঁদের বিয়ে ঘিরে প্রস্তুতি তু্ঙ্গে। আনা হয়েছে ঘোড়া, কামান। সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের অনুষ্ঠান প্রায় ৩ দিন ব্যাপী হতে চলেছে।
3/10
বছরটা ২০২১। শেরশাহ ছবির সেট থেকেই প্রেমের শুরু। ছুটিতে একান্ত সময় কাটানোর একাধিক ছবিতে দেখতে পাওয়া গিয়েছে সিদ্ধার্থ ও কিয়ারাকে।
4/10
প্রথম থেকেই তাঁদের সম্পর্কের আঁচ পাওয়া গেলেও, এনিয়ে তার নিজেরা অফিশিয়ালি প্রথমে কিছু বলেননি। তবে প্রসঙ্গ উঠলে যবনিকাও টানেননি।
5/10
সিদ্ধার্থ ও কিয়ারার তরফে একটি অনুরোধ করা হয়েছে। বিয়ের ছবি প্রকাশ্যে আনার জন্য কোনওভাবেই যেনও বিয়ের অনুষ্ঠানে প্রভাব না পড়ে।
6/10
সিদ্ধার্থ ও কিয়ারা যখন বিয়ের অনুষ্ঠান গোপনে সারতে চাইছেন, তখন সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন এক ভক্ত।
7/10
তবে এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের অতিথির তালিকায় ১০০ জন। শাহিদ কাপুর থেকে মীরা রাজপুত, করণ জোহর, মণিশ মলহোত্রা-সহ আরও একাধিক হেভিওয়েটরা।
8/10
সাম্প্রতিককালে রণবীর-দীপিকা, অনুষ্কা-বিরাট-সহ আরও একাধিক সেলেবের বিয়েতে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছিল। অন্যথা গেল না সিদ্ধার্থ ও কিয়ারার ক্ষেত্রেও।'
9/10
সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের জন্য যে সূর্যগড় প্যালেস বুক করা হয়েছে, এটা যদি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে অ্যালকোহল ফ্রি বুক করা হয়, তবে একদিনের খরচ হবে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।
10/10
তবে সূর্যগড় হোটেলের ক্ষেত্রে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বুকিংয়ের জন্য খরচ ২ কোটি টাকা।সিদ্ধার্থ ও কিয়ারা পিক সিজনেই বিয়ে করছেন, সে কারণেই অনুমান করা হচ্ছে, যে তাঁদের বিয়েতে ৬ কোটিরও বেশি খরচ হতে চলেছে।
Sponsored Links by Taboola