ছবি দেখুন: ‘ক্যালেন্ডার গার্লস’, আছে কলকাতার তন্বীও
1/12
ছবি: কিংফিশারক্যালেন্ডার ডট কম
2/12
পন্ডস, এলজি, নেক্সার মতো সংস্থার বিজ্ঞাপনী মুখ এই জোয়া আফ্রোজ।
3/12
জোয়া আফ্রোজ: শিশু অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু। লখনউয়ের এই মেয়ে ২০১৩ সালে মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল শিরোপা জিতেছেন।
4/12
অভিনেত্রী ও এই মডেল ২০১৭ সালে ‘টাইমস পাওয়ারফুল উইম্যান’ শিরোপা জিতেছেন। ‘ফ্যাশন’, ‘হিরোইন’-এর মতো বলিউড ছবিতেও অভিনয় করেছেন পূজা।
5/12
পূজা চোপড়া: কলকাতার মেয়ে। পরে পুণেতে চলে যান।
6/12
টাইটান আই, জাবং সহ একাধিক সংস্থার বিজ্ঞাপনী মুখ এই ঐশ্বর্য্য সুস্মিতা।
7/12
২০২০ সালে আবারও তাঁকে ক্যালেন্ডারে জায়গা দেওয়া হল।
8/12
ঐশ্বর্য্য সুস্মিতা: ২০১৬ সাল প্রথম কিংফিশার ক্যালেন্ডারের জন্য নির্বাচিত হন সুস্মিতা।
9/12
ছবি: কিংফিশারক্যালেন্ডার ডট কম
10/12
২০১৬ সালে তেলুগু ছবি ‘আইএসএম’-এ রূপোলি পর্দায় অভিষেক করেন অদিতি।
11/12
২০১৫ সালে জিতেছেন বিউটি ক্যুইন খেতাব।
12/12
অদিতি আর্য্য: জন্ম চণ্ডীগড়ে। বেড়ে ওঠা দিল্লিতে। নিজের কেরিয়ার শুরু করেছিলেন বিজনেস অ্যানালিসিস্ট হিসেবে। পরে পেশাদার মডেল হন।
Published at :