এক্সপ্লোর
Malaika Arora Father Suicide: সকাল থেকে রয়েছেন আরবাজ, একে একে পৌঁছলেন খানেরা, এলেন অর্জুনও, বাবার মৃত্যুতে বিধ্বস্ত মালাইকা
Bollywood Updates: শোকের ছায়া গোটা পরিবারে। ছবি: ABP Live.
ছবি: ABP Live.
1/11

বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন মালাইকা আরোরার সৎ বাবা অনিল মেহতা। কঠিন সময়ে নায়িকার পাশে পরিবার-পরিজন থেকে গোটা বলিউড।
2/11

বুধবার সকালে আত্মঘাতী হন অনিল। সেই সময় পুণেতে ছিলেন মালাইকা। সবার আগে এদিন ঘটনাস্থলে দেখা যায় মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানকে। পুলিশের সঙ্গে কথা বলার পাশাপাশি, সবকিছু তিনিই সামলান বলে জানা যাচ্ছে।
3/11

পরে পুণে থেকে ঘটনাস্থলে এসে পৌঁছন মালাইকা। মাস্কে মুখ ঢেকে হন্তদন্ত হয়ে আবাসনের ভিতরে ঢুকে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, থরথর করে কাঁপছিলেন মালাইকা। অঝোরে কাঁদছিলেন।
4/11

মালাইকার বোন অমৃতা আরোরাও স্বামীর সঙ্গে এসে পৌঁছন। গাড়ি থেকে নেমে ফ্ল্যাটে যাওয়ার পথে কান্না ধরে রাখতে পারেননি তিনি। তাঁকে সামলাতে দেখা যায় স্বামী শাকিলকে।
5/11

আরবাজের তরফ থেকে গোটা পরিবার এদিন মালাইকার পাশে দাঁড়ান। অসুস্থ শরীরে এসে পৌঁছন সেলিম খান, সালমা খান। সোহেল খান, তাঁর ছেলে নির্বাণ এসে পৌঁছন একসঙ্গে।
6/11

আরবাজের বোন আলভিরাও এসে পৌঁছন ঘটনাস্থলে। থমথমে চেহারা ছিল তাঁর। কারও সঙ্গে বাক্যালাপ না করেই ভিতরে ঢুকে যান।
7/11

সোহেলের প্রাক্তন স্ত্রী সীমা সচদেবও মালাইকার পাশে থাকতে ছুটে আসেন। মালাইকার পরিবারের সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর।
8/11

মালাইকা ও আরবাজের ছেলে আরহানও এসে পৌঁছন। ভিড় করা কারও সঙ্গে কথা না বলেই ভিতরে ঢুকে যান তিনি।
9/11

এদিন মালাইকার পাশে থাকতে ছুটে আসেন অর্জুন কপূরও। সম্প্রতি দু'জনের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর আসে। দুঃসময়ে মালাইকার পাশে থাকতে হাজির হন তিনিও।
10/11

মালাইকার যখন ১১ বছর বয়স, বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁর মা ও বাবার। মায়ের কাছে বড় হলেও, বাবার সঙ্গে সুসম্পর্ক ছিল বরাবরের।
11/11

এমনকি আরবাজের সঙ্গেও ভাল সম্পর্ক ছিল মালাইকার গোটা পরিবারের। মালাইকা ও আরবাজের বিবাহবিচ্ছেদের পরও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।
Published at : 11 Sep 2024 03:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























