Study Room Decorations: আসবাব-বইয়ে ঠাসা নয়, বাড়িতে পড়ার ঘরটি সাজান এভাবে...
Study Room Decor Tips: কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা, যদি পড়ার ঘর হয় মনের মতো। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10
অন্দরসজ্জার অর্থ শুধুমাত্র আসবাব এবং পর্দা পছন্দ করা নয়। বাড়ির প্রত্যেকটি ঘরের পৃথক ভূমিকা রয়েছে। পাশাপাশি প্রতিটি ঘরের ব্যবহারও আলাদা। পিক্সাবে
2/10
তাই শোয়ার ঘর, বসার ঘর, পড়ার ঘরের সাজসজ্জা কখনও এক হতে পারে না। বিশেষ করে পড়ার ঘর বা স্টাডি রুম সাজানোর ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা উচিত। পিক্সাবে
3/10
বাড়ির মধ্যে কোন ঘরটিকে পড়ার ঘর করবেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যে ঘরটি কম ব্যবহৃত হয়, সাজানোর মতো যথেষ্ট জায়গা রয়েছে, সেটিকেই বেছে নিন এক্ষেত্রে। পড়ার ঘরের রং হোক হালকা। অগোছালো নয়, পড়ার ঘর হতে হবে পরিপাটি। পিক্সাবে
4/10
পড়ার ঘরের আসবাব বাছতে হবে যত্ন সহকারে। বইপত্র রাখার আলাদা শেফ লাগাতে পারেন দেওয়ালে। আবার আধুনিক ক্যাবিনেটও বেছে নিতে পারেন, যার সঙ্গে ল্যাপটপ রাখার টেবিলও জুটে যায়। স্টাডি টেবিলে যেমনই কিনুন না কেন, তাতে যথেষ্ট ড্রয়ার থাকা জরুরি। চেয়ারে রাখুন কুশন, যাতে ঠায় বসে থাকলেও সমস্যা না হয়। পিক্সাবে
5/10
পড়ার ঘরে যদি আলো-হাওয়া খেলে, তাহলে কথাই নেই। এক্ষেত্রে দেওয়াল থেকে মেঝে পর্যন্ত পর্দা ঝোলাতে পারেন। জানলার ধারে বই নিয়ে বসার ব্যবস্থাও করা যেতে পারে। পিক্সাবে
6/10
পড়ার ঘরে সিঙ্গল বেডও রাখতে পারেন। সেক্ষেত্রে আয়রন রডের তৈরি বেড অথবা প্ল্যাটফর্ম বেড বেছে নিতে পারেন। ঘরের এককোণে ফ্লোর ল্যাম্প রাখলে ভাল মানায়। পিক্সাবে
7/10
বাড়িতে ছোটরা থাকলে, পড়ার ঘরকে তাদের উপযোগী করে তুলতে পারেন। এক্ষেত্রে দেওয়ালে ওয়ালপেপার লাগাতে পারেন। উজ্জ্বল রংয়ের ছোঁয়া থাকতে পারে আসবাবপত্রে। এক্ষেত্রে টেবিল টপ ল্যামিনেটেড রাখুন, তাতে আঁকিবুকিতে আসবাব নষ্ট হবে না। পিক্সাবে
8/10
পড়ার ঘরের দেওয়ালে প্রিয় লেখক, কারও উক্তি বা প্রিয় চরিত্রের পোস্টার লাগাতে পারেন। এক কোণে রাখতে পারেন হোয়াইট বোর্ডও, যাতে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে নোটস লিখে রাখা যায়। পিক্সাবে
9/10
অনেকে পড়ার ঘরে বেশি আসবাব রাখতে চান না। সে ক্ষেত্রে আরামদায়ক একটি চেয়ার অবশ্যই প্রয়োজন, যাতে বসে ঘণ্টার পর ঘণ্টার বইয়ের পাতা ওল্টাতে পারেন। পিক্সাবে
10/10
পড়ার ঘরে বেড রাখতে আপত্তি থাকলে, কার্পেটের ব্যবস্থা করতে পারেন। এতে বন্ধুদের সঙ্গে আড্ডাও জমে যাবে দিব্যি। পিক্সাবে
Published at : 04 May 2024 07:19 AM (IST)