Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Hair Oil Options: শুধু নারকেল তেল নয়, ঘন-কালো চুলের জন্য হাতের কাছে রয়েছে অনেক বিকল্পও
মাথায় তেল মাখা ভাল, না খারাপ, সেই নিয়ে মতবিরোধ রয়েছে। ভারতীয়রা যদিও ছোট থেকেই মাথায় তেল মাখতে অভ্য়স্ত সকলে। বয়স বাডডার সঙ্গে সঙ্গে যদিও সেই অভ্য়াস ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে মাথায় তেল না মেখে থাকতে পারেন না অনেকেই। স্নানের আগে, বা ঘুমাতে যাওয়ার আগে মাথায় তেল মালিশ চাই-ই তাঁদের।
এমনিতে মাথায় নারকেল মাখার চলই বেশি। কিন্তু নারকেল তেলের গন্ধ অনেকেরই সয় না। সেক্ষেত্রে কিন্তু আরও অনেক উপায় রয়েছে হাতের কাছে।
মাথায় আমন্ড অয়েল মাখতে পারেন। এতে ভিটামিন এ, ই রয়েছে। রয়েছে Palmitic এবং Oleic অ্যাসিড। অ্যান্টিঅক্সিড্যান্টও চুলের স্বাস্থ্য রক্ষা করে। স্কাল্প রুক্ষ হলে, তাও মিটে যায়।
আরগান অয়েল সিরাম লাগাতে পারেনমাথায়, আবার তেলও মাখতে পারেন। চুল কালার করলে প্রোটিনের ক্ষয় হয়, তা রোধ করে আরগান অয়েল।
চুলে লাগাতে পারেন ক্যাস্টর অয়েল। চুলের কন্ডিশনিং হয়ে যায় এতে। চুলের বৃদ্ধির সহায়ক ক্যাস্টর অয়েল।
টি ট্রি অয়েল এখন যে কোনও দোকানেই পাওয়া যায়। খুশকির সমস্যা দূর হয়। অ্যান্টি ব্যাকটিরিয়াল পাদান, প্রদাহবিরোধী উপাদান থাকে, স্কাল্পের স্বাস্থ্য রক্ষা করে।
চুল যদি বেশি পড়ে, সেক্ষেত্রে রোজমেরি অয়েল ব্যবহার করতে পারেন। অ্যালোপেচিয়ার চিকিৎসাতেও রোজমেরি অয়েল ব্যবহৃত হয়। এতে মাথাও চুলকোয় না।
পেপারমিন্ট অয়েলও লাগাতে পারেন চুলে। এতে চুলপড়া বন্ধ হয়। চুল ঘন এবং লম্বা হয়। স্কাল্পে রক্ত সঞ্চালনেরও সহায়ক।
তবে যে তেলই বেছে নিন না কেন, আলতো হাতে মাসাজ করতে হবে। চাইলে কটন বলও ব্যবহার করতে পারেন। দুই পাশ থেকে মধ্যিখান বরাবর মাসাজ করুন। স্কাল্প মাসাজ করুন আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -