Weight Lose Tips: ওজন কমাতে চাইলে এইসব অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন
প্রতীকী ছবি
1/10
ওজন কমাতে চাইলে শুধুই ডায়েট করলে বা শরীরচর্চায় সমস্যার সমাধান হবে না। এর জন্য সঠিক নিয়ম মেনে চলতে হবে।
2/10
কোনওভাবেই ব্রেকফাস্ট বা জলখাবার খাওয়া বাদ দেবেন না। এর জেরে ওজন আরও বাড়তে পারে।
3/10
মদ্যপানের পভ্যাস একেবারেই ত্যাগ করা প্রয়োজন। নাহলে ডায়েট এবং শরীরচর্চা করলেও ওজন কমানো বেশ কষ্টকর।
4/10
রাত্রিবেলা পর্যাপ্ত ঘুম প্রয়োজন। দিনেরবেলা ঘুমিয়ে সেই ঘাটতি পূরণ হয় না। তাই রাতজাগার অভ্যাস বাদ দেওয়াই ভাল।
5/10
নিজেকে অভুক্ত রাখবেন না। কারণ না খেয়ে কখনই ওজন কমানো সম্ভব নয়। বরং এরকম দিনের পর দিন করতে থাকলে ওজন বাড়তে পারে।
6/10
ক্র্যাশ ডায়েট করে অর্থাৎ হঠাৎ করে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়ে ওজন কমাতে যাবেন না। এর ফলে শরীর মারাত্মক ভাবে অসুস্থ হয়ে যেতে পারে।
7/10
শরীরচর্চার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। অকারণে ক্ষমতার বাইরে গিয়ে শরীরকে কষ্ট দিয়ে ওয়ার্ক আউট করে মেদ ঝরানোর প্রয়োজন নেই।
8/10
শুধু ওয়ার্ক আউট করছেন, এদিকে খাওয়াদাওয়ার দিকে নজরই দিচ্ছেন না, তাহলে লাভ নেই। সব ধরনের খাবারই ঠিকভাবে খেতে হবে। নাহলে শরীরে নির্দিষ্ট উপাদানের ঘাটতি দেখা দিতে পারে।
9/10
পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াও প্রয়োজন। নাহলে ডায়েট এবং শরীরচর্চার দরুণ ক্লান্ত শরীরে জলের অভাব দেখা দিয়ে অন্যান্য সমস্যা তৈরি হতে পারে।
10/10
ওজন কমাতে চাইলে খাবারে তেলের পরিমাণ কমাতে হবে। ভাজাভুজি জাতীয় খাবার কম খাওয়াই ভাল। তাহলে উপকার পাবেন।
Published at : 04 Jul 2022 10:21 PM (IST)