Bedsheet Washing Tips: গ্রীষ্মে বিছানার চাদর কতদিন অন্তর ধোওয়া উচিত ? কীভাবে ধুলে উপকার ?
গরমকালে বিছানার চাদর ঘন ঘন ধোওয়ার প্রয়োজন পড়ে। কারণ এই সময় চাদরে প্রচুর ঘাম জমে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও, ঘামের সঙ্গে ময়লা জমে আমাদের দেহে। সেই ময়লাও বিছানার চাদরে জমে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
তাই বিছানার চাদর গ্রীষ্মকালে প্রতি সপ্তাহে ধুতে পারলে সবচেয়ে বেশি উপকার।(ছবি ঋণ - পিক্স্যাবে)
এতে ঘামের ময়লা থেকে রোগ ছড়ানোর ভয়ও থাকে না। জীবাণুঘটিত সংক্রমণের আশঙ্কাও কমে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
অন্যদিকে গরমকালে বিছানার চাদর ধোওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি।(ছবি ঋণ - পিক্স্যাবে)
এই সময় বিছানার চাদর ধুতে হলে অল্প বেকিং সোডা ব্যবহার করুন। এতে ঘামের কারণে দাগ পড়লে তা তোলা সহজ হয়।(ছবি ঋণ - পিক্স্যাবে)
বিছানার চাদর ধোওয়ার আগে এক ঘন্টা সাবান জলে চুবিয়ে রাখতে পারেন। কিন্তু কখনই সারারাত চুবিয়ে রাখবেন না।(ছবি ঋণ - পিক্স্যাবে)
ঘামের চাদর গরম জলে না ধোওয়াই ভাল। এতে ঘামের দাগ তোলা মুশকিল হয়ে যায়।(ছবি ঋণ - পিক্স্যাবে)
ঠাণ্ডা জলে কিছুক্ষণ চুবিয়ে রেখে ধুলে ময়লা সাফ হয়ে ঝকঝকে লাগবে বিছানার চাদর।(ছবি ঋণ - পিক্স্যাবে)
ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।(ছবি ঋণ - পিক্স্যাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -