Black Rice Benefits: লিভার আর হার্ট দুইই রাখে চাঙ্গা ! এই চালের ভাত খেলে ভুলে যাবেন রোগের নাম
ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ব্ল্যাক রাইস বা কালো চাল ফাইবারে ভরপুর একটি খাবার। ফাইবার সুগার লেভেল চড়তে দেয় না। তাই এই চাল নিয়ম করে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখাবার হজম: অনেকেই হজমের সমস্যায় ভোগেন। মেটাবলিজম কম হলে এই সমস্যা হয়। কালো চালের ফাইবার খাবার হজম করতে সাহায্য করে। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
হার্ট ভাল রাখে: ব্ল্যাক রাইসের মধ্যে বেশ কয়েকরকমের ফ্ল্যাভনয়েডস রয়েছে। এগুলি হার্ট ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
উচ্চ রক্তচাপ কমায়: উচ্চ রক্তচাপে অনেকেই ভোগেন। শীতকালে এই সমস্যার বাড়বাড়ন্ত হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ব্ল্যাক রাইসের পুষ্টি উপাদান। এতে কার্ডিয়োভাসকুলার রোগের হার কমে। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
পেট ভাল রাখে: পেট ফাঁপা, বদহজম এখন প্রায় ঘরে ঘরে দেখা যায়। ব্ল্যাক রাইসে উচ্চমাত্রায় ফাইবার রয়েছে। এর ফলে পেটের হাল সহজে বেহাল হয় না। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
তীক্ষ্ণ মগজ: ব্ল্যাক রাইসের মধ্যে রয়েছে অ্যান্থোসায়ানিন ও অ্যামিনো অ্যাসিড। এই দুই উপাদান মস্তিষ্কের কোশগুলিকে ভাল রাখে। একই সঙ্গে স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
শরীর ডিটক্স করে: শরীরে জমতে থাকা নানা টক্সিন ভিতরকার কোশের ক্ষতি করে। এই টক্সিনগুলিই শরীর থেকে বার করে দেয় কালো চাল। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
লিভার ভাল রাখে: ফ্যাটি লিভারের সমস্যায় এখন অনেকেই ভুক্তভোগী। এই সমস্যার মোকাবিলা করতে পারে ব্ল্যাক রাইস। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারে ফ্যাট জমতে দেয় না। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
ক্যানসার প্রতিরোধী: অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্টটি কালো চালের মূল উপাদান। এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
দৃষ্টিশক্তি বাড়ায়: কালো চালের মধ্যে রয়েছে ভিটামিন ই ও জিয়াজ্যানথিন, লিউটিনের মতো ক্যারোটিনয়েড। এগুলি চোখের স্বাস্থ্য ভাল রাখে। (ছবি সৌজন্য: ফ্রিপিক) (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -