Boiled Ginger benefits: সিদ্ধ আদার হরেক গুণ ! জানলে রোজ খেতে মন চাইবে
Boiled Ginger Health benefits : সিদ্ধ আদার বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। নিয়ম করে খেলে হাজার একটা সমস্যা দূর করতে পারে এই উপকরণটি।
সিদ্ধ আদার হরেক গুণ! জানলে রোজ খেতে মন চাইবে (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
1/10
সিদ্ধ আদার মধ্যে ফেনল নামের একটি বিশেষ পুষ্টি উপাদান থাকে। এটি খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
2/10
প্রদাহনাশী গুণ রয়েছে আদার। এই গুণের জন্য প্রাচীন কাল থেকেই বিভিন্নরকম প্রদাহ কমাতে আদা ব্যবহার করা হয়। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
3/10
ক্যানসারের বিরুদ্ধেও কার্যকরী আদা। আদার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রস কমায়। এর ফলে ক্যানসারের আশঙ্কা কমায়। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
4/10
পেট ফাঁপার সমস্যায় কমবেশি অনেকেই ভোগেন। এই সমস্যা কমাতেও সাহায্য করে আদা। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
5/10
কোষ্ঠকাঠিন্য সারাদিনের কাজকর্ম ভেস্তে দিতে পারে। এমনকি নানা শরীর খারাপের কারণ হয়। আদার রস কোষ্ঠকাঠিন্য কমায়। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
6/10
খালি পেটে থাকার ফলে অনেক সময় মাথা ঘুরতে থাকে। এই সমস্যার সঙ্গে মোকাবিলা করে আদা। আদার পুষ্টি উপাদান মাথা ঘোরা কমায়। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
7/10
গর্ভাবস্থায় মহিলারা মর্নিং সিকনেসে ভোগেন। এই সমস্যার মোকাবিলা করে আদার নির্যাস। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
8/10
আমাদের শরীরে প্রচুর মুক্তমূলক তৈরি হয়। এগুলি সংখ্যায় বাড়লে কোশের ক্ষতি। এই মুক্তমূলকগুলিকে ধ্বংস করে আদার গুণ। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
9/10
অস্টিয়োআর্থ্রাইটিসের ব্যথা শীতের সময় বেড়ে যেতে পারে। আদার গুণ এই ব্যথাকে নিয়ন্ত্রণে রাখে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
10/10
মেটাবলিক হার বাড়িয়ে ওজন কমাতেও সাহায্য করে আদা। (ডিসক্লেমার: সবার স্বাস্থ্যের ধরণ সমান নয়। তাই উল্লেখিত পরামর্শ প্রয়োগের আগে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। ছবি সৌজন্য: পিক্স্যাবে)
Published at : 17 Jan 2024 05:38 PM (IST)