Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Hair Care: চুল পড়া থামায় নারকেল ছোবড়া ! চুল কালো করা ছাড়াও রয়েছে ৫ গুণ
চুল ভাল রাখতে অনেকেই নানা টোটকার সাহায্য নেন। নারকেল তেল চুলের জন্য পরিচিত একটি তেল। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু নারকেলের ছোবড়াও কম যায় না গুণে। নারকেলের ছোবড়া পোড়ালে কালো হয়ে যায়। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
তবে স্ক্যাল্প শুষ্ক হলে নারকেল ছোবড়ার চারকোল আরও শুষ্ক করে দিতে পারে। (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।ছবি সৌজন্য - ফ্রিপিক)
নারকেলের ছোবড়া পোড়ালে বিশেষ চারকোল তৈরি হয়। এটি খুসকি দূর করে। স্ক্যাল্পের চুলকানির সমস্যাও কমিয়ে দেয়। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
তৈলাক্ত ত্বক হলে ছিদ্রের মধ্য়ে ময়লা জমে চুলের ক্ষতি করে। হেয়ার ফলিকল সাফ করে এই চারকোল। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
নারকেল ছোবড়া পুড়িয়ে প্রথমে চারকোল বানিয়ে গুঁড়িয়ে নিতে হবে। হাফ চা চামচ চারকোলের সঙ্গে এক চা চামচ বেকিং সোডা ও কিছুটা গরম জল মিশিয়ে মিশ্রণ বানিয়ে নিন। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
এর পর চুলে দিয়ে ৫ মিনিট রেখে মাথা ধুয়ে ফেলতে হবে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
শ্যাম্পু ছাড়াও এই চারকোল দিয়ে হেয়ার মাস্ক বানানো যায়। তার জন্য একই উপকরণ লাগবে। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
মিশ্রণটি চুলে ২০ থেকে ২৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এর প্রাকৃতিক গুণ চুলের জন্য সেরা। (ছবি সৌজন্য - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -