Health Tips: বদলে যাচ্ছে নখের রং? কী হতে পারে শরীরে জানেন?
নখে পরিষ্কার করেন প্রতিদিন? যদি না করেন তাহলে এই নখ থেকেই কিন্তু শীরের ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন রোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনখের রং হঠাৎ করে আপনার বদলে যাচ্ছে? সেক্ষেত্রে আপনার জ্বর আসার লক্ষ্মণ থাকতে পারে। কিডনির সমস্যা রয়েছে।
নখ সাদা, ফ্যাকাসে হয়ে যাবে যদি শ্বেতী রোগের লক্ষ্মণ দেখা যায়।
শরীরে যদি আপনার আয়রনের অভাব হয়, তবে কিন্তু নখের গঠন প্রকৃতিতেও পরিবর্তন আসবে। তাই নখের যত্ন অবশ্যই নেওয়া উচিত।
নখ যদি কালো রংয়ের হয়ে যায় তা কিন্তু কিডনির সমস্যার প্রমাণ। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন দ্রুত।
অনেকের নখে দেখা যায় সাদা ছোপ ছোপ। এর কারণ হল নখের মধ্যে ছত্রাকের প্রভাব দেখা গেলেই এমনটা হয়ে থাকে।
নখের পাশ থেকে রক্ত ঝড়ছে। পাশের চামড়া উঠে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে
নখের সামনের অংশ গোল হয়ে গেলে বা ভারী হয়ে গেলে বুঝতে হবে হার্টের, ফুসফুসের সমস্য়ায় ভুগছেন আপনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -