Holi 2022: লাল-নীল-সবুজে ফাগুনের রং, হোলি উৎসবে মাতলেন বৃন্দাবনের বিধবারা
বসন্তে রঙের উৎসব। প্রতিবারের মতো এবারও হোলি চলে এসেছে ক্যালেন্ডারের তারিখ মিলিয়ে। আগামী ১৮ মার্চ হোলি। তার আগেই প্রথা অনুযায়ী, বিভিন্ন স্থানে শুরু হয়ে গিয়েছে হোলি। (ছবি পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্রজভূমি বৃন্দাবনে শুরু হয়ে গিয়েছে এই উৎসব। গত দু বছর করোনাভাইরাস অতিমারীর কারণে এই উৎসব পালনের ক্ষেত্রে ছিল বিধিনিয়মের বাঁধন। এবার সেই বাঁধন অনেকটাই শিথিল। (ছবি পিটিআই)
রঙের এই উৎসবে মঙ্গলবার মাতলেন বৃন্দাবনের বিধবারাও। সুলভ হোপ ইন্টারন্যাশনাল আয়োজিত মথুরার কাছে বৃন্দাবনের গোপীনাথ মন্দিরে অনুষ্ঠানে হোলি খেললেন বিধবারা। (ছবি পিটিআই)
সোমবার মথুরায় কৃষ্ণ জন্মভূমি মন্দিরে লাঠমার হোলি। রঙের এই উৎসবে মহিলারা লাঠির বাড়ি মারলেন পুরুষদের। (ছবি-পিটিআই)
মোরাদাবাদে আসন্ন হোলির আগে সোমবার একাদশীতে ধর্মীয় মিছিল পূ্ণ্যার্থীদের। (ছবি-পিটিআই)
মোরাদাবাদে আসন্ন হোলির আগে সোমবার একাদশীতে ধর্মীয় মিছিল পূ্ণ্যার্থীদের। (ছবি-পিটিআই)
মীরাটে মঙ্গলবার হোলির আগে ধর্মীয় মিছিলে দেবদেবীর সাজে সজ্জিত শিল্পীরা। (ছবি-পিটিআই)
পটনায় মঙ্গলবার কৃষ্ণ ও রাধার সাজে সেজে পড়ুয়ারা একে অপরকে রাঙিয়ে দিচ্ছে হোলির রঙে। (ছবি পিটিআই)
হোলির আগে আগাম হোলি। পটনা মহিলা কলেজের বাইরে মঙ্গলবার রঙের উৎসবে মাতলেন পড়ুয়ারা। (ছবি পিটিআই)
বারাণসীর মণিকর্নিকা ঘাটে হোলির উৎসব। মঙ্গলবার হোলির উৎসব। (ছবি পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -