Dahi Sharbat: টক দইয়ের শরবত কাটাবে ডিহাইড্রেশনের ভয়, বাড়িতে বানিয়ে ফেলুন সহজ উপায়ে
গরম পড়তেই শুরু হয়ে গিয়েছে ডিহাইড্রেশন। শরীর থেকে হু হু করে কমে যাচ্ছে জল।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই এই সময় শরীর ভাল রাখতে বাড়িতেই বানিয়ে ফেলুন টক দইয়ের শরবত। এতে পেট ঠান্ডা থাকে। ডিহাইড্রেশনও কমে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
টক দইয়ের শরবত বানাতে দই চার কাপ, একটা কাঁচালঙ্কা, ৫-৬ টা পুদিনা পাতা, ২ টেবিল চামচ চিনি, পরিমাণমতো নুন ও অল্প ঠান্ডা জল লাগবে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
প্রথমে একটি ব্লেন্ডার বা মিক্সারে দইয়ের সঙ্গে কাঁচালঙ্কা ও পুদিনা পাতা নিন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
এবার ভাল করে উপকরণগুলি মিশিয়ে নিয়ে তাতে চিনি ও নুন দিয়ে দিন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ফের মিশিয়ে একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিন কিছুক্ষণ। চাইলে ফ্রিজেও রাখতে পারেন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
এবার ফ্রিজ থেকে বার করে তাতে অল্প ঠান্ডা জল মিশিয়ে ভাল করে গুলে নিন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
পরিবেশনের আগে চাইলে উপর থেকে অল্প ভাজা মশলা ছড়িয়ে দিতে পারেন। এতে দারুণ স্বাদ আসে।
টক দইয়ের শরবত নিয়মিত খেলে পেট খারাপ হওয়ার আশঙ্কা কমে। পাশাপাশি পেট সাফ হয়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
গরমকালে শরীরে জল কমে যায়। টক দই সেই সমস্যার সেরা সমাধান।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -