PAN Aadhaar Voter Card : পরিবারে কারও মৃত্যুর পর প্যান-আধার-ভোটার কার্ড নিয়ে কী করবেন ?
প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নথি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু পরিবারের কোনও সদস্যের মৃত্যু হলে এই গুরুত্বপূর্ণ নথি কী করা উচিত ?
তাহলে চলুন জেনে নেওয়া যাক মৃত্যুর পর কারও কীভাবে পরিচয় পত্র-সহ গুরুত্বপূর্ণ নথি বাতিল করা হয়।
আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই PAN কার্ড আর্থিক বিষয়গুলির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি।
কিন্তু কোনও ব্যাক্তি মৃত্যু হলে তাঁর প্যান কার্ড পরিবারের সদস্যরা জমা দিতে পারেন।
এর জন্য আয়কর অফিসে যেতে হবে। এবং সেখানে যাচাই করে দেখে নিতে হবে যে মৃত ব্যক্তির নামে সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
ভারতে ভোট দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি ভোটার আইডি কার্ড। মৃত্যুর পর পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির ভোটার কার্ড বাতিল করতে পারবেন।
এ জন্য তাদের নির্বাচন অফিসে গিয়ে ফোন নম্বর জমা করতে হবে। এবং পাশাপাশি মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্রও দেখাতে হবে।
কারও মৃত্যু হলে পাসপোর্ট বাতিল করা সম্ভব হয় না। কারণ পাসপোর্ট অফিসে এর জন্য কোনও নিয়ম দেওয়া নেই। এটি মূলত নিজে থেকে মেয়াদ ফুরোলে নিষ্ক্রিয় হয়ে যায়।
ইউআইডিএআই-এর আধার কার্ড বাতিল করার কোনও পদ্ধতি নেই। যদি কোনও ব্যক্তি মারা যায়। এটা বাতিল করা সম্ভব হয় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -