Lipstick Uses: প্রতিদিন লিপস্টিক ব্যবহার করেন আপনি? বিপদ ডেকে আনছেন না তো?
লিপস্টিকে একাধিক ক্ষতিকারক পদার্থ থাকে। খুব বেশি লিপস্টিক ব্যবহার করলে অনেক ধরনের সমস্যা হতে পারে। প্রথমে সমস্যা শুরু হয় ঠোঁট চুলকনো দিয়ে। এর পরে ক্রমশ ঠোঁট চিরতরে কালো হয়ে যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখুব বেশি লিপস্টিক ব্যবহার করলে লিউকোডার্মার মতো রোগ হতে পারে।
ক্যাডমিয়াম, পারদ এবং অ্যান্টিমনির মতো ক্ষতিকারক পদার্থ থাকে লিপস্টিকে। ফলে ঠোঁট নষ্টের সম্ভাবনা থাকে।
খনিজ তেলের উপস্থিতি পাওয়া গিয়েছে অনেক লিপস্টিকে। খনিজ তেল কিন্তু রীতিমতো ক্ষতিকারক।
সিসা ছাড়াও লিপস্টিকে ফর্ম্যাল্ডিহাইড থাকে। সঙ্গে কার্সিনোজেনের মতো ক্ষতিকারক পদার্থের উপস্থিতিও অনেক ক্ষেত্রে মিলেছে।
অনেক লিপস্টিকেই ক্ষতিকারক রাসায়নিকের সন্ধান পাওয়া গিয়েছে। লিপস্টিক ঠোঁট থেকে অনেক সময়েই পেটে চলে যায়। বিশেষ করে দীর্ঘসময় ধরে লিপস্টিক ঠোঁটে থাকলে এই ব্যাপারটি ঘটতে পারে। ফলে, ক্ষতি অনিবার্য।
অনেক ক্ষেত্রেই লিপস্টিক ঠোঁটে নিয়েই অনেকে ঘুমিয়ে পড়েন। এটি সবথেকে ক্ষতিকারক। আগে যে সব বিপদের কথা বলা হয়েছে, তার প্রতিটিই এই ক্ষেত্রে হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -