Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Dog Health: কোন কোন খাবার আপনার পোষ্য কুকুরের শরীর খারাপের কারণ হতে পারে? এগুলি খাওয়াচ্ছেন না তো?
ছবি সূত্র- পিক্সেলস। কুকুরদের ভুলেও খাওয়াবেন না অ্যাভোকাডো। এই ফল খেলে একাধিক সমস্যা দেখা দিতে পারে আপনার পোষ্যের শরীরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সূত্র- পিক্সেলস। অ্যাভোকাডো খেলে কুকুরদের বমি হতে পারে। এমনকি বাড়াবাড়ি হয়ে ডায়েরিয়া পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবি সূত্র- পিক্সেলস। মানুষের শরীরে যেমন ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তেমনই থাকে কুকুরদেরও। তাই দুধ কিংবা দুগ্ধজাত খাবার থেকে পোষ্যকে দূরে রাখুন।
ছবি সূত্র- পিক্সেলস। কুকুরদের দুধ বা দুধের জিনিস খাওয়ালে বমি, পেট ব্যথা, পেটের অন্যান্য সমস্যা এবং ডায়েরিয়া হতে পারে। অতএব সতর্ক থাকুন।
ছবি সূত্র- পিক্সেলস। অনেকেই কুকুরদের ফল খাওয়ান। অনেক ফলই কুকুরদের স্বাস্থ্যের জন্য ভাল। তবে এই তালিকায় ভুলেও আঙুর এবং কিশমিশ রাখবেন না।
ছবি সূত্র- পিক্সেলস। কিশমিশ এবং আঙুর খেলে কুকুরদের কিডনির সমস্যা দেখা দিতে পারে। খুব সামান্য পরিমাণে এই দুই ফল খেয়ে ফেললেও কিডনি বিকল হওয়ার ঝুঁকি থাকে পোষ্যদের।
ছবি সূত্র- পিক্সেলস। রসুন এবং পেঁয়াজ কুকুরদের খাবারে একেবারেই দেওয়া চলবে না। এই দুই উপকরণ খেয়ে ফেললে পোষ্যদের শরীর খারাপ হতে বাধ্য।
ছবি সূত্র- পিক্সেলস। রসুন, পেঁয়াজ খেলে কুকুরদের শরীরের লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। তার ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা দেখা দিতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস। ভালবেসে পোষ্য কুকুরকে একেবারেই চকোলেট খাওয়াবেন না। এই খাবার খেলে শরীর খারাপ হবে কুকুরদের।
ছবি সূত্র- পিক্সেলস। কুকুররা চকোলেট হজম করতে পারে না। সামান্য পরিমাণে খেয়ে ফেললেও বমি, পেটের অস্বস্তি শুরু হতে পারে। জটিল সমস্যা হিসেবে দেখা দিতে পারে ডায়েরিয়াও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -