Smoking and Diabetes: ডায়াবেটিস থাকলেও মারাত্মক ক্ষতি করতে পারে ধূমপানের অভ্যাস
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই প্রবাদ সকলেরই জানা। তবে ডায়াবেটিস থাকলে সেক্ষেত্রেও ধূমপান যে মারাত্মক ক্ষতি করতে পারে এই তথ্য হয়তো অনেকেই জানেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনিতেই ডায়াবেটিস থাকলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য হাজারো নিয়ম মেনে চলতে হয়। এর মধ্যে ডায়াবেটিসের রোগীর যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে সমস্যা আরও বাড়বে।
ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগারের মাত্রা বেশি থাকলে তা নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নিতে হয়। সিগারেটের মধ্যে থাকা নিকোটিন ইনসুলিনের কাজে বাধা দেয়।
ধূমপানের অভ্যাস এমনিতেই ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর। আর ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে তা আরও সমস্যা তৈরি করে।
আমাদের শরীরে থাকা বিভিন্ন ধমনীগুলিকে শক্ত করে দেয় তামাকে থাকা নিকোটিন। এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
ডায়াবেটিসের রোগী এবং তাঁর অতিরিক্ত ধূমপানের অভ্যাস থাকলে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে। অর্থাৎ চাপ পড়ে আপনার হৃদযন্ত্রের উপর।
হার্ট অ্যাটাকের প্রবণতা বৃদ্ধির পাশাপাশি যখন তখন স্ট্রোক হওয়ার সম্ভাবনাও বাড়তে পারে। অর্থাৎ আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তাহলে আপনার শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে ধূমপানের অভ্যাস।
ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে ধূমপানের অভ্যাস আরও অনেক খারাপ প্রভাব ফেলতে পারে। তার মধ্যে অন্যতম হল কিডনির সমস্যা।
ডায়াবেটিসের রোগীরা ধূমপান করলে রক্তে গ্লুকোজের অ্যাবনরম্যালিটি অর্থাৎ গ্লুকোজের পরিমাণের অস্থিরতা লক্ষ্য করা যেতে পারে। হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া দুটোই ঘটতে পারে।
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ধূমপানের অভ্যাস নার্ভ অর্থাৎ স্নায়ুর ক্ষতি করতে পারে। যাঁরা অতিরিক্ত ধূমপান করেন তাঁদের ক্ষেত্রে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা দেখা যায়। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -