Winter Health Care: শীতের মরসুমে সুস্থ থাকতে যে খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলবেন, রইল তালিকা
শীতকালে আমাদের জল কম খাওয়া হয়। ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে ভাজাভুজি জাতীয় খাবার এড়িয়ে চলাই ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঠান্ডা দুধ, বাটার মিল্ক, ছাঁচ বা লস্যি এবং ঠান্ডা দই- এইসব খাবার থেকে দূরে থাকুন। নাহলে এইসব ঠান্ডা পানীয় খেলে গলার অবস্থায় খ্রাপ হতে বাধ্য।
যাঁদের অল্পতেই সর্দি-কাশি লেগে যাওয়ার প্রবণতা রয়েছে, তাঁরা শীতের মরসুমে সাবধানে থাকুন। কোনও ভাবেই ঠান্ডা লাগানো চলবে না। সামান্য অসাবধানতাও আপনার জন্য ক্ষতিকারক হতে পারে।
শীতের মরসুমে আবহাওয়া অত্যন্ত রুক্ষ ও শুষ্ক থাকে। সেক্ষেত্রে ত্বক এবং চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য এবং অবশ্যই বদহজমের সমস্যা এড়ানোর জন্য পরিমিত জল খাওয়া প্রয়োজন।
ঠান্ডা জল একেবারেই এড়িয়ে চলুন শীতের মরসুমে। অনেকেরই ফ্রিজের জল খাওয়ার অভ্যাস থাকে। শীতকালে এই অভ্যাস পালনে বিরত থাকা প্রয়োজন।
শীতকালে চা-কফি বেশি খাওয়া হয়। ফলে চিনিও বেশি খাওয়া হয়। যাঁরা চিনি ছাড়া চা-কফি খান, তাঁদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। অনেকে আবার রিফাইন্ড সুগার ব্যবহার করেন। এই বিশেষ ধরনের চিনিতে ক্ষতি অনেক বেশি। তাই এড়িয়ে চলুন।
সহজে হজম হয় এবং পুষ্টিগুণ রয়েছে এমন খাবার খেতে হবে শীতের মরসুমে। আর খাওয়া দাওয়া সেরে সঙ্গে সঙ্গেই কখনও শুয়ে পড়বেন না। এর ফলে বদহজম, অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে।
শীতের সময় আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন। অনেকেই ভাবেন শীতকালে এসব খেলে ঠান্ডা লাগবে না। কিন্তু যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা বিশেষ করে এইসব ঠান্ডা জিনিসপত্র এড়িয়ে চলুন।
ভাজাভুজি জাতীয় খাবারের পাশাপাশি অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবারও খাওয়া উচিত নয় শীতকালে। এরসব খাবার খেলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
শীতের মরসুমে, একদম শুরু থেকেই নিয়ম মেনে চলা প্রয়োজন। তাহলে সারা মরসুম সুস্থ থাকবেন আপনি। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -