Savings Tip: বিদ্যুতের মাশুল বৃদ্ধির অভিযোগ, কীভাবে খরচে রাশ টানবেন?
লাগাম ছাড়া বিদ্যুতের মাশুল বৃদ্ধির অভিযোগ সামনে এসেছে। এহেন পরিস্থিতিতে বিল মেটানোই কার্যত সমস্যার হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের। এই অবস্থায় কী করলে খানিকটা কম আসতে পারে বিল?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅকারণে ঘরে আলো জ্বালিয়ে রাখবেন না। যদি পড়ার জন্য আলো প্রয়োজন হয়, তাহলে টেবিল ল্যাম্প ব্যবহার করুন। সাত দিন অন্তর টিউবলাইট পরিষ্কার করুন।
ফ্যান ব্যবহারের ক্ষেত্রেও মানতে হবে নিয়ম। ফাঁকা ঘরে না থাকলে সেই সময় ফ্যান বন্ধ রাখতে হবে। তাতে কমবে ইলেকট্রিক বিল।
প্রবল গরমের হাত থেকে বাঁচতে এসি তো প্রয়োজন। কিন্তু সেই এসি কীভাবে ব্যবহার করলে এসির জন্য কম বিল আসবে, তাও জেনে রাখা দরকার। যেমন এসি চালানোর সময় ঘরের দরজা জানলা সব বন্ধ রাখতে হবে।
ফ্রিজ সহ অন্যান্য বিদ্যুতিন জিনিস কেনার আগে কতগুলি স্টার রয়েছে সেদিকে নজর দিতে হবে।
হাওয়া বাতাস খেলবে এবং যে কোনও তাপের থেকে দূরে থাকবে এমন জায়গা রাখতে হবে ফ্রিজ। কাজ শেষ হলেই বন্ধ করে দিতে হবে ফ্রিজের দরজা।
মাইক্রোওয়েভ ওভেনে কোনও খাবার দেওয়ার আগে তা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে তারপর দিতে হবে।
ইলেকট্রিক কেটলিতে যতটা জল ধরে ততটা জলই দিতে হবে। নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার করতে হবে ভিনিগার দিয়ে।
ব্যবহারের পরে অবশ্যই বন্ধ করতে হবে কম্পিউটার, টিভি। কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে স্লিপ মুড।
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -