Onion Oil For Hair: চুলের বৃদ্ধির জন্য পেঁয়াজের রসের অত্যাধিক ব্যবহার, চরম ক্ষতি হতে পারে
নতুন চুল গজানোর জন্য পেঁয়াজের রস মাথায় ব্যবহার করবেন না। কারণ তাতে চুল তো ভালো হবেই না এমনকী চুল ওঠাও বন্ধ না হবে। উল্টে বিপরীত ফল হতে পারে।(:ছবি সৌজন্য- পিক্সাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেঁয়াজের রসে অক্সালিক অ্যাসিড থাকে তাই অল্প লাগালে কিছু চুল গজাতে পারে। কিন্তু, বেশি লাগালে স্থায়ীভাবে চুল গজানো বন্ধ হয়ে যেতে যাবে।(:ছবি সৌজন্য- পিটিআই )
দের ত্বক সংবেদনশীল তাঁরা পেঁয়াজের রস লাগালে চুলকানি হওয়ার পাশাপাশি অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। মাথায় জ্বালা করে।(:ছবি সৌজন্য- পিক্সাবে)
যদি আপনার চুল শুকনো বা ড্রাই হয় তাহলে পেঁয়াজের রস চুলে দিলে তা শুকিয়ে সমস্যা তৈরি করতে পারে। বারবার এই ধরনের চুলে পেঁয়াজের রস ব্যবহার করলে সমস্যা বাড়ে।(:ছবি সৌজন্য- পিক্সাবে)
পুরো মাথায় পেঁয়াজের রস ব্যবহার করার আগে ছোট্ট একটু জায়গায় লাগিয়ে দেখুন। যদি অস্বস্তি হয় তাহলে পেঁয়াজে রস মাথাতে লাগাবেন না। এতে ক্ষতি হবে।(:ছবি সৌজন্য- পিক্সাবে)
পেঁয়াজের রসে তীব্র গন্ধ থাকে। ভালো করে চুল ধোয়ার পরেও অনেক সময় সেই গন্ধ চুলে লেগে থাকে। ফলে লোক সমাজে অস্বস্তিতে পড়তে পারেন।(:ছবি সৌজন্য- পিটিআই )
ঘৃতকুমারী বা অ্যালোভেরার জেল সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মিশ্রণটি হালকা করার পর চুলে লাগান। তাহলে ক্ষতি কম হবে।(:ছবি সৌজন্য- পিটিআই )
পেঁয়াজের রস মাথায় মাখার কিছুক্ষণ পরে ভালো করে ধুয়ে নিতে হবে। না হলে চুল শুকিয়ে গিয়ে সমস্যা কমানোর থেকে বাড়াতে পারে।(:ছবি সৌজন্য- পিটিআই )
যতই প্রয়োজন পড়ুক না কেন সপ্তাহে দু-দিনের বেশি পেঁয়াজের রস মাথায় লাগাবেন না। যদি পেঁয়াজের রস লাগিয়ে অসুবিধা হচ্ছে মনে করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। (:ছবি সৌজন্য- পিটিআই )
- - - - - - - - - Advertisement - - - - - - - - -