Perfume Mistakes: গায়ে বেশিক্ষণ টেকে না পারফিউম, বডি স্প্রে? এই ভুলগুলি শুধরে নিন
বাড়ি থেকে বেরনোর সময় একচু পারফিউম বা বডি স্প্রে গায়ে না ছড়ালেই নয়। হালকা গন্ধ পছন্দ কারও, কারও আবার উগ্র গন্ধেও কিছু যায় আসে না। কিন্তু পারফিউম বা বডি স্প্রে না হলে চলে না আমাদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু পারফিউম বা বডি স্প্রে নিয়মিত ব্যবহার করলেও, তা ব্যবহারের সঠিক পদ্ধতি জানি না আনেকেই। তাই পারফিউম বা বডি স্প্রে মাখার সময় কী করবেন, কী করবেন না, জেনে নিন।
গায়ে পারফিউম বা বডি স্প্রে ছড়ানোর পর কব্জিতেও কিছুটা লাগিয়ে নিতাঁদের মতে, পারফিউম লাগানোর পর কোথাও সেই হাত না ঘষাই ভাল। বরং সেটিকে ভালভাবে বসতে দিন। পারফিউম লাগিয়ে ঘষলে ত্বক গরম হয়ে ওঠে এবং সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না। ই আমরা। সেটি আবার চেপে ধরি ঘাড়ে, অন্য হাতের কব্জিতে। এই অভ্যাস মোটেই ভাল নয় বলে মত বিশেষজ্ঞদের।
তাঁদের মতে, পারফিউম লাগানোর পর কোথাও সেই হাত না ঘষাই ভাল। বরং সেটিকে ভালভাবে বসতে দিন। পারফিউম লাগিয়ে ঘষলে ত্বক গরম হয়ে ওঠে এবং সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না।
জামা-কাপড়ের উপর পারফিউম স্প্রে করবেন না। এতে জামার রং ফিকে হয়ে যায়, সেই রং বসে যায় আমাদের শরীরে। বরং সরাসরি ত্বকের উপর পারফিউম ছড়াতে পারেন।
যে বাক্সের মধ্যে পারফিউমের বোতল থাকে, তার মধ্যেই রাখুন। অত্যধিক তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া ঘটে। সব সময় রুম টেম্পারেচরে রাখা উচিত পারফিউম।
পারফিউমের বোতল যত ছোট হবে, ততই ভাল। কারণ অর্ধেক পারফিউম ভর্তি বোতল রাখলে, তাতে অক্সিজেন ঢুকে যায়, যা সুগন্ধী তৈরিতে ব্যবহৃত অণুগুলিকে ভেঙে দেয়।
দীর্ঘক্ষণ যাতে স্থায়ী হয় সুগন্ধ, তার জন্য দুই ধরনের পারফিউম একসঙ্গে লাগাতে পারেন। ঘেমে নেয়ে একসা হলেও দুর্গন্ধ হবে না গায়ে।
প্রাকৃতিক ভাবে তৈরি বলে বাজারে অনেক পারফিউম, বডি স্প্রে বিক্রি হয় বটে। ফুল বেটে মোটেই ফ্লোরাল পারফিউম তৈরি হয় না। কোনও গন্ধই থাকবে না ওই উপায়ে পারফিউম তৈরি করলে। ফলে সিন্থেটিক মেশাতেই হয়।
শুষ্ক ত্বকে পারফিউম বেশি ক্ষণ স্থায়ী হয় না। এক্ষেত্রে গন্ধহীন ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হয় আগে। জামাকাপড়ে ছড়ানোর পরিবর্তে কব্জি, ঘাড়, গলায় ছড়ান। খুব গরমে যখন ঘাম হয়, গায়ে পারফিউম না লাগিয়ে, চুলে, স্কার্ফে ব্যবহার করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -